IND vs AUS: গুয়াহাটিতে ম্যাড-ম্য়াক্স ঝড়, কাজে এল না তিলকের সেঞ্চুর, তৃতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের
বিশ্বকাপের পর এবার দ্বিপাক্ষিক সিরিজেও। ওয়ান ডে-র পর এবার টি-টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের পর এবার ভারত। ব্যাট হাতে শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন ম্যাক্সওয়েল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৬ বলে অপরাজিত ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গ দিলেন।
নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন ম্যাক্সওয়েল। ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেললেন ম্যাড ম্যাক্স। ৮টি বাউন্ডারি ও ৮টি ছক্কা হাঁকান তিনি।
ভারতের হয়ে এর আগে শতরান হাঁকান রুতুরাজ গায়কোয়াড। ১৩টি বাউন্ডারি ও ৭টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ১২৩ রান হাঁকান ভারতীয় ওপেনার।
ভারতীয় দল প্রথমে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান বোর্ডে তুলে নিয়েছিল। সূর্যকুমার ৩৯ ও তিলক ভার্মা ৩১ রানের ইনিংস খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্সওয়েল-হেডের ৯১ রানের পার্টনারশিপের ওপর ভর করে জয় ছিনিয়ে নেয় অজিরা। সিরিজে ২-১ ব্য়বধানে পিছিয়ে এই মুহূর্তে ব্যাগি গ্রিনরা।
প্রথম দুটো ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল ভারত। গতকালের ম্য়াচ জিতলে সিরিজ মুঠোয় করে নিতে পারত সূর্যকুমারের দল।
ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ৩২ রান খরচ করে ২ উইকেট ঝুলিতে পুরে নেন রবি বিষ্ণোই।
আগামী ১ ডিসেম্বর পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্য়াচে খেলতে নামবে ২ দল। সেই ম্য়াচ জিতলেই সিরি জিতে নেবে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -