Mayanti Langer: পেশায় ক্রিকেট উপস্থাপিকা, রূপের ছটায় হার মানাবেন বলি নায়িকাদেরও, কে এই মায়ান্তি ল্যাঙ্গার?
মায়ান্তি ল্যাঙ্গার। পেশায় ক্রিকেট উপস্থাপিকা। ভারতের মহিলা ক্রিকেট উপস্থাপিকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ। এবারের ওয়ান ডে বিশ্বকাপেও মাঠে দেখা যাচ্ছে তাঁকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার। স্টুয়ার্ট বিনি আবার তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার রজার বিনির ছেলে।
১৯৮৫ সালের ৮ ফেব্রুয়ারি একটি আর্মি পরিবারে জন্ম হয় মায়ান্তির। দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক পাশ করেন তিনি।
মায়ান্তি নিজের ক্রীড়া উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেছিলেন ইএসপিএনের হয়ে প্রথম। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কাজ করেছেন তিনি।
নিজের শ্বশুর রজার বিনির সঙ্গে নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন মায়ান্তি কিছুদিন আগে।
২০১০ সালে কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল মায়ান্তিকে উপস্থাপিকা হিসেবে। সেটি ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ইভেন্ট শুরুর দিকে।
বিভিন্ন চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করা ছাড়াও বিশ্বকাপের মঞ্চে ২০১১, ২০১৫ সালে দায়িত্ব সামলেছেন তিনি। এবারের বিশ্বকাপেও রয়েছেন ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে।
ভারতের একমাত্র মহিলা ক্রীড়া উপস্থাপিকা যিনি ২০১০ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলেও দায়িত্ব সামলেছেন।
ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএলের একটি আসলে স্টুয়ার্ট বিনির সঙ্গে পরিচয় হয় ল্যাঙ্গারের। সেখান থেকেই ঘনিষ্ঠতা শুরু হয়।
২০১২ সালে স্টুয়ার্ট বিনি। ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -