Messi: পিএসজির হয়ে প্রথমবার মাঠে নামলেন মেসি

পিএসিজির জার্সিতে অভিষেক মেসির

1/9
পিএসজির হয়ে প্রথমবার মাঠে নামলেন লিওনেল মেসি। রেইমসের বিরুদ্ধে মাঠে নামলেন মেসি। (সব ছবি সৌজন্যে পিএসজি ট্যুইটার)
2/9
প্রথমবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামলেন আর্জেন্তাইন সুপারস্টার।
3/9
ম্যাচে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামলেন মেসি। প্রথম একাদশে ছিলেন না তিনি।
4/9
লিগ ওয়ানে ফরাসি ক্লাবের হয়ে এই প্রথমবার মাঠে খেলতে নামলেন মেসি। ৩০ নম্বর জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।
5/9
ম্যাচের ৬৬ মিনিটে নেমারের পরিবর্ত হিসেবে নামেন ৬ বারের ব্যালন ডি অর জয়ী ৎফুটবল তারকা।
6/9
বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সঁ জঁ-তে এসেছেন মেসি।
7/9
ম্যাচের শেষে রেইমসের গোলরক্ষকের সন্তানের সঙ্গে ছবিও তুললেন তাকে কোলে তুলে।
8/9
২ বছরের চুক্তিতে নতুন ক্লাবে যোগ দিয়েছেন মেসি।
9/9
২০২৪ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন মেসি।
Sponsored Links by Taboola