MI vs PBKS: অর্শদীপের আগুনে কুপোকাত মুম্বই, ব্যর্থ হল সূর্যকুমার-গ্রিনের লড়াই
এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত। পাঞ্জাবের হয়ে এদিনও মাঠে নামতে পারেননি শিখর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবল হাতে মুম্বই কিন্তু শুরুটা ভালই করেছিল। মাত্র ১১ রানে গ্রিন ম্যাথিউ শর্টকে আউট করেন।
প্রভসিমরন সিংহ ও অর্থব তাইডে দ্বিতীয় উইকেটে ৪৭ রান যোগ করেন বটে। তবে অর্জুন প্রভসিমরনকে ২৬ রানে ফেরত পাঠান।
এবার পর পর দুই উইকেট তুলে নেন পীযূষ চাওলা। ৮৩ রানে চার উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব।
এরপরই পাঞ্জাবকে ম্যাচে ফেরানোর দায়ভার নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক স্যাম কারান ও হরপ্রীত সিংহ। পঞ্চম উইকেটে দুইজনে প্রথমটা খানিকটা সামলে নিয়ে তারপর আক্রমণ শুরু করেন।
দুইজনে মিলে ৪৮ বলে ৯২ রান যোগ করেন। হরপ্রীত ৪১ রানে আউট হলেও, কারান ৫৫ রান করেন।
শেষে জীতেশ শর্মার ২৫ রানের সুবাদে পাঞ্জাব ২০ ওভারে আট উইকেটে ২১৪ রান তোলে।
ইশান কিষাণ মাত্র এক রানে ফিরলেও, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গ্রিন ও রোহিত শর্মা ৭৬ রান যোগ করেন।
রোহিত ৪৪ রানে আউট হলেও, গ্রিন অনবদ্য অর্ধশতরান হাঁকান।
৪৩ বলে ৬৭ রান করেন গ্রিন, ২৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার।
তবে এত লড়াই সত্ত্বেও শেষ ওভারে অনবদ্য বোলিং করে ১৩ রানে পাঞ্জাবকে জেতান অর্শদীপ। তিনি চার উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -