Salman Khan in Eid: খুশির ইদে খোশমেজাজে সলমন, ভক্তদের দেখে ব্যালকনি থেকে হাত নাড়লেন ভাইজান
সারা দেশজুড়ে খুশির ইদে মেতেছে সবাই। বাবা সেলিম খানকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে ভক্তদের হাত নাড়লেন সলমন খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন সোশ্যাল মিডিয়ায় ইদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান। এদিন ফ্রেমবন্দি দেখা গিয়েছে সলমনের সঙ্গে মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।
এদিকে এই খুশির আবহেই আজই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি 'কিসি কা ভাই, কিসি কি জান'।
সম্প্রতি সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান'-এর নতুন গান মুক্তি পেয়েছিল। জমকালো জ্যাকেটে নজর তখনই ফের কেড়েছিলেন ভাইজান।
তবে এদিন অপেক্ষা শেষ, ভাইজানের জন্য ভক্তদের উপচে ভিড়, ভালবাসার বন্যা সোশ্যাল মিডিয়ায়।
এদিন বাবা সেলিম খানকে নিয়ে ব্যালকনিতে আসেন সলমন। স্বাভাবিকভাবেই খুশির ইদে এক মনোরম পরিবেশ আজ তাঁদের মুম্বইয়ের বিলাসবহুল আবাসনে।
১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর মধ্যপ্রদেশের ইনদৌরে জন্মগ্রহণ করেন সলমন।
এরপর স্কুল জীবন মুম্বইয়ের বান্দ্রায়। যদিও মুম্বইয়ে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়ে শেষ অবধি পড়াশোনা শেষ করেননি বলিউডের এই তারকা।
স্কুলে পড়ার সময় একাধিকবার তিনি সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। দেশের বাইরের প্রতিযোগিতায় দিয়েছিলেন যোগ।
তারপর ১৯৮৮ সালে 'বিবি হো তো অ্য়াইসি' দিয়ে বলিউড জীবনে পথ চলা শুরু ভাইজানের। এরপর ম্যায়নে প্যায়ার কিয়া করেই হৃদয় জিতে নেন তিনি সবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -