India vs England:সৌরভ, দ্রাবিড়, কুম্বলেদের পিছনে ফেলে অভিনব রেকর্ড ঝুলন-মিতালির
গতকাল ১৬ জুন এক অভিনব রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা ঝুলন গোস্বামী ও মিতালি রাজ। তাঁরা এমন রেকর্ড গড়লেন যা খুব কম ক্রিকেটারেই রয়েছে। মহিলা ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশিদিন খেলার রেকর্ড গড়লেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল ১৬ জুন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচে খেলতে নামার সঙ্গে সঙ্গে এই রেকর্ড গড়লেন তাঁরা।
এই দুই ক্রিকেটার ২০০২ –এ একসঙ্গে প্রথম টেস্ট খেলেছিলেন। আর এখন দীর্ঘতম কেরিয়ারের তালিকায় নিজেদের নাম তুলে ফেললেন তাঁরা। ভারতের ক্রিকেট ইতিহাসে ঝুলন ও মিতালীর চেয়ে দীর্ঘ কেরিয়ার আর একজনেরই রয়েছে। তিনি সচিন তেন্ডুলকর। (ছবি সৌজন্যে বিসিসিআই ট্যুইটার)
মিতালি ও ঝুলন ২০০২-এর ১৪ জানুয়ারি তাঁদের কেরিয়ারের প্রথম টেস্ট খেলেছিলেন। এখন তাঁরা গতকাল থেকে ব্রিস্টলে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ভারতের হয়ে খেলতে নেমেছেন। এরফলে তাঁদের কেরিয়ার দাঁড়াল ১৯ বছর ১৫৪ দিনের। মহিলা ক্রিকেটার ভেরা বার্ট ও মেরি হাইডের পর মিতালী ও ঝুলনের কেরিয়ারই দীর্ঘতম। নিউজিল্যান্ডের বার্টের কেরিয়ার ২০ বছর ৩৩৫ দিনের। আর ইংল্যান্ডের মেরি হাইডের কেরিয়ার ১৯ বছর ২১১ দিনের।
মিতালি ও ঝুলনের টেস্ট কেরিয়ার রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, এমএসধোনির মতো ক্রিকেটারদের চেয়েও দীর্ঘ।
কুম্বলের কেরিয়ার ১৮ বছর ৮৮ দিন।
দ্রাবিড়ের কেরিয়ার ১৫ বছর ২২২ দিন।
সৌরভের কেরিয়ার ১২ বছর ১৪৩ দিন। তাঁদের কেরিয়ারে দ্রাবিড় ১৬৪, কুম্বলে ১৩২ ও সৌরভ ১১৩ টেস্ট খেলেছেন।
উল্লেখ্য, মিতালি রাজ ১৯৯৯ থেকে সবচেয়ে বেশি সময় ধরে একদিনের ক্রিকেট খেলছেন। একদিনের ক্রিকেটে মহিলা ক্রিকেটার হিসেবে দীর্ঘতম কেরিয়ারের রেকর্ড মিতালির।
৩৮ বছরের ঝুলনের একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ২৩৩ উইকেট সংগ্রহের বিশ্ব রেকর্ড রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -