Pritam Kotal Wedding : বিয়ের পিঁড়িতে বাগান অধিনায়ক, রইল প্রীতমের নতুন ইনিংসের ছবি
একসঙ্গে পথচলা দীর্ঘদিন-ই। এবার সেই বন্ধন আরও খানিকটা পোক্ত করে নেওয়া। বিয়ে করলেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। রইল বিয়ের এক্সক্লুসিভ ছবি।
Pritam Kotal Wedding
1/10
রক্ষা করেছেন অনুরাগীদের দেওয়া ভারতসেরা হওয়ার প্রতিশ্রুতি। এ বার বিশেষ জনকে দেওয়া কথা রাখার পালা।
2/10
বিয়ে করলেন প্রীতম কোটাল। মোহনবাগানকে ভারতসেরা করার দিনই মাঠেই দিয়েছিলেন প্রতিশ্রুতি। যা পূর্ণতা পেল আজ।
3/10
দীর্ঘদিনের বান্ধবী ও প্রেমিকা সোনেলা পালের সঙ্গে সোমবার সন্ধেয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রীতম।
4/10
পাত্রী সোনেলা পাল। প্রীতম ও সোনেলা দীর্ঘদিন ধরে সম্পর্কে।
5/10
বিয়ে ঘিরে সকাল থেকেই ছিল দুই পরিবার ও বন্ধু-বান্ধবদের মধ্যে সাজো সাজো রব।
6/10
হাওড়ার বালি জেটিয়া বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান।
7/10
প্রসঙ্গত, আইএসএলে প্রথম খেতাব জয়ের পরেই আগামী মরসুম থেকে এটিকে মোহনাবাগানের নাম বদলের কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।
8/10
পরের মরসুম থেকে আর এটিকে মোহনবাগান নামে আইএসএলে খেলবে না সবুজ মেরুন। দলের নতুন নাম হল 'মোহনবাগান সুপার জায়ান্টস'।
9/10
কলকাতার ক্লাবের জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও
10/10
ক্লাব পর্যায়ে ফের একবার ভারতসেরা হওয়ার পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন পথে পা বাড়ালেন প্রীতম কোটাল। (ছবি ও তথ্য- সৌমিত্র কুমার রায়)
Published at : 17 Apr 2023 07:36 PM (IST)