Pritam Kotal Wedding : বিয়ের পিঁড়িতে বাগান অধিনায়ক, রইল প্রীতমের নতুন ইনিংসের ছবি
রক্ষা করেছেন অনুরাগীদের দেওয়া ভারতসেরা হওয়ার প্রতিশ্রুতি। এ বার বিশেষ জনকে দেওয়া কথা রাখার পালা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ে করলেন প্রীতম কোটাল। মোহনবাগানকে ভারতসেরা করার দিনই মাঠেই দিয়েছিলেন প্রতিশ্রুতি। যা পূর্ণতা পেল আজ।
দীর্ঘদিনের বান্ধবী ও প্রেমিকা সোনেলা পালের সঙ্গে সোমবার সন্ধেয় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন প্রীতম।
পাত্রী সোনেলা পাল। প্রীতম ও সোনেলা দীর্ঘদিন ধরে সম্পর্কে।
বিয়ে ঘিরে সকাল থেকেই ছিল দুই পরিবার ও বন্ধু-বান্ধবদের মধ্যে সাজো সাজো রব।
হাওড়ার বালি জেটিয়া বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান।
প্রসঙ্গত, আইএসএলে প্রথম খেতাব জয়ের পরেই আগামী মরসুম থেকে এটিকে মোহনাবাগানের নাম বদলের কথা ঘোষণা করেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।
পরের মরসুম থেকে আর এটিকে মোহনবাগান নামে আইএসএলে খেলবে না সবুজ মেরুন। দলের নতুন নাম হল 'মোহনবাগান সুপার জায়ান্টস'।
কলকাতার ক্লাবের জয়ের পর নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও
ক্লাব পর্যায়ে ফের একবার ভারতসেরা হওয়ার পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন পথে পা বাড়ালেন প্রীতম কোটাল। (ছবি ও তথ্য- সৌমিত্র কুমার রায়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -