ICC: ওপেনিং করতে নেমে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে কোন ব্যাটারের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি শতরান?

Most Centuries As An Opener: টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট মিলিয়ে মোট ১০০ শতরানের মালিক সচিন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

তালিকায় গেল ও ওয়ার্নার রয়েছেন

1/10
ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল রয়েছেন তালিকায়। তিনি ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান হাঁকিয়েছেন।
2/10
মোট ৪২টি শতরান হাঁকিয়েছেন গেল ওপেনার হিসেবে। তার মধ্যে ২৫টি এসেছে ওয়ান ডে ফর্ম্যাটে।
3/10
রোহিত শর্মা রয়েছেন তালিকায়। ঝুলিতে রয়েছে মোট ৪০টি শতরান।
4/10
রোহিত ওয়ান ডে ফর্ম্যাটে মোট ৩১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।
5/10
সচিন তেন্ডুলকর এই তালিকায় রয়েছেন ওপরের দিকে। তিন মোট আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ৪৫টি শতরান করেছেন।
6/10
টেস্ট ও ওয়ান ডে ক্রিকেট মিলিয়ে মোট ১০০ শতরানের মালিক সচিন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
7/10
তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। ওপেনার হিসেবে মোট ৪১ শতরানের মালিক তিনি।
8/10
জয়সূর্য মোট সেঞ্চুরির মধ্যে ২৮টি শতরান ওয়ান ডে ফর্ম্যাটে হাঁকিয়েছেন।
9/10
তালিকায় সবার ওপরে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি মোট ৪৯টি শতরান হাঁকিয়েছেন।
10/10
তার মধ্য়ে টেস্টে হাঁকিয়েছেন ওয়ার্নার ওপেনার হিসেবে মোট ২৬টি সেঞ্চুরিয।
Sponsored Links by Taboola