T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন যাঁরা
T20 World Cup Stat: টুর্নামেন্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন শাহিদ আফ্রিদি। মোট ৩৪ ম্যাচ খেলে ৫ বার খাতা খোলার আগেই ফিরেছেন তিনি।
তালিকায় কেভিন ও ব্রায়ান ও সনৎ জয়সূর্য
1/10
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর এবার বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট।
2/10
গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে বসেছিল কুড়ির বিশ্বকাপের আসর। অজিরাই চ্যাম্পিয়ন হয়েছিল টুর্নামেন্টে।
3/10
টুর্নামেন্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন শাহিদ আফ্রিদি। মোট ৩৪ ম্যাচ খেলে ৫ বার খাতা খোলার আগেই ফিরেছেন তিনি।
4/10
তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তিলকরত্নে দিলশান। তিনি মোট ৩৫ ম্যাচ খেলে ৫ বার শূন্য়রানে প্যাভিলিয়নে ফিরেছেন।
5/10
তালিকায় তৃতীয় স্থানে লিন্ডলে সিমন্স। তিনি মোট ১২টি ম্যাচ খেলেছেন। ৪ বার শূন্যরানে আউট হয়েছেন।
6/10
তালিকায় চতুর্থ স্থানে প্রাক্তন লঙ্কা ওপেনার সনৎ জয়সূর্য। তিনি ১৮টি ম্যাচ খেলে মোট ৪ বার শূন্যরানে আউট হয়েছেন।
7/10
ইংল্যান্ডের লিউক রাউট টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২২ বার খেলতে নেমেছেন ব্য়াট হাতে। তাঁর মধ্যে ৪ বার শূন্য় রানে আউট হয়েছেন।
8/10
তালিকায় রয়েছেন ভারতের প্রাক্তন পেসার আশিস নেহরাও। ১০টি ম্যাচ খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিনিও ৩ বার শূন্য় রানে আউট হয়েছেন।
9/10
ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলস টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ১৪ ম্যাচ খেলেছেন। তিনিও ৩ বার শূন্য রানে আউট হয়েছেন।
10/10
কেভিন ও ব্রায়েন মোট ১৫টি ম্যাচ খেলেছেন এই বিশ্বকাপের আসরে। তিনিও ৩ বার শূন্য় রানে ফিরেছেন।
Published at : 29 Sep 2022 02:35 PM (IST)