Novak Djokovic: শীর্ষে জোকার, পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় প্রথম দশে কে কে রয়েছেন?
চলতি বছরের ইউ এস ওপেন জিতে গ্র্যান্ডস্লাম জয়ের তালিকায় শীর্ষে নোভাক জকোভিচ। ঝুলিতে তাঁর ২৪টি গ্র্যান্ডস্লাম। চলতি মরসুমে উইম্বলডন বাদে তিনটি গ্র্যান্ডস্লামই জিতেছেন সার্বিয়ান তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাফায়েল নাদাল। তাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্লাম। চলতি বছরে চোটের জন্য কোনও গ্র্যান্ডস্লামেই অংশ নিতে পারেননি স্প্যানিশ টেনিস তারকা।
সুইস টেনিস সম্রাট রজার ফেডেরার তাঁর টেনিস কেরিয়ারে ২০টি গ্র্য়ান্ডস্লাম জিতেছেন। তিনি তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন কিংবদন্তি পিট সাম্প্রাস। তাঁর ঝুলিতে রয়েছে মোট ১৪টি গ্র্য়ান্ডস্লাম।
সুইডেনের টেনিস কিংবদন্তি বিয়ন বর্গ রয়েছেন তালিকায়। তিনি তাঁর টেনিস কেরিয়ারে মােট ১১টি গ্র্যান্ডস্লাম জিতেছেন।
জিমি কোনর্সও টেনিস বিশ্বের অন্য়তম খ্যাতনামা নাম। তাঁর ঝুলিতে রয়েছে মোট ৮টি গ্র্যান্ডস্লাম।
আমেরিকার কিংবদন্তি টেনিস প্লেয়ার আন্দ্রে আগাসির ঝুলিতে রয়েছে মোট ৮টি গ্র্যান্ডস্লাম।
আমেরিকার আরেক কিংবদন্তি টেনিস প্লেয়ার জন ম্যাকেনরো এই তালিকায় রয়েছেন মোট ৭টি গ্র্যান্ডস্লাম ঝুলিতে পুরে।
জার্মানির বরিস বেকার তাঁর টেনিস কেরিয়ারে মোট ৬টি গ্র্যান্ডস্লাম জিতেছেন। বিশ্ব টেনিসের অন্যতম খ্যাতনামা নাম তিনিও।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি টেনিস প্লেয়ার রড লেভারের ঝুলিতে রয়েছে পাঁচটি গ্র্যান্ডস্লাম। তাঁর নামেই অস্ট্রেলিয়ান ওপেনে রয়েছে রড লেভার এরিনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -