T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিকবার ম্যাচ সেরা হয়েছেন কারা?
দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত একবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জিততে পারেনি। তবে এবি ডিভিলিয়ার্স কিন্তু ব্যক্তিগতভাবে দারুণ সফল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট চারবার ম্যাচ সেরা হয়েছেন।
দ্বিতীয় স্থানে যুগ্মভাবে তিন তারকা রয়েছেন। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাহেলা জয়বর্ধনে এই তিন তারকার অন্য়তম।
তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট পাঁচবার ম্যাচ সেরা হয়েছেন।
শেন ওয়াটসনও এই তালিকায় রয়েছেন। তিনিও জয়বর্ধনের সঙ্গে যুগ্মভাবে পাঁচবার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
শেন ওয়াটসন ২০১২ সালের বিশ্বকাপে টুর্নামেন্ট সেরাও হন। তিন বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার কৃতিত্বও রয়েছে ওয়াটসনের দখলে।
ক্রিস গেল মতান্তরে বিশ্বের সর্বকালের সর্বসেরা টি-টোয়েন্টি ব্যাটার। তাঁর দখলে টি-টোয়েন্টিতে বিশেষত একাধিক রেকর্ড রয়েছে।
তিনিও জয়বর্ধনে, ওয়াটসনের সঙ্গে যুগ্মভাবে পাঁচ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ সেরা হয়েছেন।
কয়েকদিন আগে পর্যন্ত বিরাট কোহলিও গেলদের সঙ্গে যুগ্মভাবে পাঁচবার ম্যাচ সেরা হয়েছিলেন।
তবে পাকিস্তানের বিরুদ্ধে দিন দু'য়েক আগেই অনবদ্য ইনিংসে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এর সুবাদেই তিনি বিশ ওভারের বিশ্বকাপে সর্বাধিক ষষ্ঠ বার ম্যাচ সেরা নির্বাচিত হন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -