T20 World Cup: বিশ্বকাপের সফলতম পাঁচ কিপারের তিনজনই এশিয়ার, কত নম্বরে রয়েছেন ধোনি?
T20 WC: আট টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক সাফল্য পাওয়া পাঁচ কিপারের একজনও এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করছেন না।
বিশ্বকাপের সফলতম কিপার কে? (ছবি: গেটি)
1/10
সদ্যই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। তিনি দীর্ঘদিন বাংলাদেশের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছেন।
2/10
তিনিই টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম সফলতম কিপার। ১৯টি সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে।
3/10
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সঙ্গাকারা।
4/10
তিনি উইকেটের পিছনে ২৬টি সাফল্য পেয়েছেন।
5/10
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন দীনেশ রামদিন। তিনিও হালেই অবসর নিয়েছেন।
6/10
সাঙ্গাকারার থেকে একটি বেশি, ২৭ সাফল্য রয়েছে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকার দখলে।
7/10
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিপার কামরান আকমল।
8/10
পাক তারকার দখলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০টি সাফল্য রয়েছে.
9/10
তালিকায় প্রথম স্থানে রয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
10/10
তিনি কামরানের থেকে দুই বেশি, ৩২টি সাফল্য পেয়েছেন উইকেটের পিছনে।
Published at : 25 Oct 2022 10:44 AM (IST)