Asia Cup: অধিনায়ক হিসেবে এশিয়া কাপে সর্বাধিক রানের মালিক কে? এক নজরে প্রথম পাঁচ
Asia Cup Stat: আগামী মাসেই এশিয়া কাপের আসর। এশিয়ার সেরা দল হওয়ার দৌড়ে নামবে দলগুলো। বড় দায়িত্ব দলের অধিনায়কদেরও। টুর্নামেন্টের ইতিহাসে অধিনায়ক হিসেবে কে সবচেয়ে বেশি রান করেছেন?
এই তালিকায় অর্জুন রণতুঙ্গা ও রোহিত শর্মা
1/10
তালিকায় সবার আগে থাকবেন শ্রীলঙ্কার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গা।
2/10
এশিয়া কাপের ইতিহাসে ১৩টি ম্যাচ খেলে ৫৯৪ রান করেছেন। ঝুলিতে রয়েছে পাঁচটি অর্ধশতরান ও একটি সেঞ্চুরি।
3/10
বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নামও এই তালিকায় থাকবে। টুর্নামেন্টের অন্যতম সেরা ফিনিশারও তিনি।
4/10
ধোনি এশিয়া কাপের ইতিহাসে অনেকগুলো মনে রাখার মত ইনিংস খেলেছেন। ঝুলিতে পুরেছেন মোট ৫৭৯ রান।
5/10
প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ভারতের অন্য়তম সফল অধিনায়ক ছিলেন তিনি।
6/10
সৌরভ তাঁর এশিয়া কাপের ইতিহাসে ৯ ম্যাচে ৪০০ রান করেছেন ৫০-র গড় রেখে। ৩টি অর্ধশতরান ও ১টি সেঞ্চুরি রয়েছে ঝুলিতে।
7/10
ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা এই তালিকায় চতুর্থ স্থানে। তিনি এশিয়া কাপে মোট ৫ ম্যাচ খেলেছেন।
8/10
এখনও পর্যন্ত রোহিতের ঝুলিতে রয়েছে ৩১৭ রান। তবে রাং সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবেন এবার হিটম্যান।
9/10
তালিকায় সবার শেষে পাকিস্তানের এশিয়া কাপজয়ী প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক। তাঁর নেতৃত্বেই পাক দল ২০১২ এশিয়া কাপ জেতে।
10/10
এশিয়া কাপের মঞ্চে মোট ১০ ম্যাচ খেলেছেন মিসবা। মোট ৩১০ রান করেছেন ৪টি অর্ধশতরানের সাহায্যে।
Published at : 18 Aug 2023 09:00 AM (IST)