ODI World Cup: সক্রিয় ব্যাটারদের মধ্যে ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক ছক্কার মালিক কে? প্রথম পাঁচে কে কে আছেন?
ODI World Cup Stat: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওয়ান ডে বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ছক্কার তালিকায় সক্রিয় ব্য়াটারদের মধ্যে কে সবার আগে দেখুন।
ছক্কা হাঁকানোয় সেরার তালিকায় ম্যাক্সওয়েল, রোহিত
1/10
তালিকায় সবার আগে রয়েছেন মার্টিন গাপ্টিল। নিউজিল্যান্ডের এই তারকা ওপেনার সক্রিয় ব্যাটারদের তালিকায় সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন বিশ্বকাপের মঞ্চে।
2/10
বিশ্বকাপের মঞ্চে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন গাপ্টিল। তিনি মোট ২৪টি ছক্কা হাঁকিয়েছেন।
3/10
বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ২০১৫, ২০১৯ দুটো বিশ্বকাপ তিনি খেলেছেন।
4/10
১৭টি বিশ্বকাপ ম্য়াচ খেলেছেন রোহিত। তিনি হাঁকিয়েছেন মোট ২৩টি ছক্কা। আসন্ন বিশ্বকাপে ভারতের নেতৃত্ব তাঁর কাঁধেই।
5/10
তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার গ্লেন ম্য়াক্সওয়েল। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তিনি সুপরিচিত।
6/10
এখনও পর্যন্ত মােট ২টো বিশ্বকাপে মোট ১৮ ম্যাচ খেলেছেন। ম্য়াক্সওয়েল ছক্কা হাঁকিয়েছেন ২১টি।
7/10
তালিকায় আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। যদিও আসন্ন বিশ্বকাপে তাঁকে দেখা যাবে না।
8/10
মোট ১৬টি ম্যাচ খেলে দীর্ঘকায় এই অলরাউন্ডার বিশ্বকাপের মঞ্চে মোট ১৮ টি ছক্কা হাঁকিয়েছেন।
9/10
অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার এই তালিকায় রয়েছেন।
10/10
বিশ্বকাপের মঞ্চে মোট ১৮ ম্যাচ খেলে মোট ১৭টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।
Published at : 26 Sep 2023 05:10 PM (IST)