IPL: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ওয়াইড বল করেছেন এই বোলাররা
আর কিছুদিন পরেই আইপিএলের নিলাম। আর এরপর রয়েছে আইপিএলের আসর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচেন্নাই সুপার কিংসের জার্সিতে ডোয়েন ব্র্যাভোর
চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো মোট ১৬৭টি ওয়াইড দিয়েছেন আইপিএলে।
রবিচন্দ্রন অশ্বিন আইপিএলে সবচেয়ে বেশি ওয়াইড দেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি চেন্নাই, পাঞ্জাব ও রাজস্থানের জার্সিতে খেলেছেন।
আইপিএলের ইতিহাসে মোট ১৩৫টি ওয়াইড বল করেছেন তামিলনাড়ুর এই অফস্পিনার।
শ্রীলঙ্কার প্রাক্তন পেসার লাসিথ মালিঙ্গা তাঁর আইপিএল কেরিয়ারে মোট ১২৯টি ওয়াইড বল করেছেন।
ভুবনেশ্বর কুমার তাঁর আইপিএল কেরিয়ারে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। তিনি মোট ১২৮টি ওয়াইড বল করেছেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে খেলেছেন ভারতের প্রাক্তন পেসার প্রবীন কুমার। তিনি মোট ১১২টি ওয়াইড বল করেছেন।
উমেশ যাদব আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন। তিনি ১০৭টি ওয়াইড বল করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -