MS Dhoni: সমুদ্রতটে সূর্যাস্ত দেখছে জিভা, ছুটিতে থাইল্যান্ডের বিচে সপরিবারে ধোনি
MS Dhoni Enjoys Vacatio: বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সেখানে সমুদ্রে স্নান করতে দেখা গিয়েছে ধোনিকে।
সমুদ্রতটে ধোনি ও জিভা
1/8
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরই শুধুই আইপিএলে খেলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাই ছুটি কাটাতে মাঝে মাঝেই পরিবারকে নিয়ে চলে যান বিদেশে।
2/8
বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক এই মুহূর্তে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সেখানে সমুদ্রে স্নান করতে দেখা গিয়েছে ধোনিকে।
3/8
মেয়ে জিভাকেও দেখা গেল সমুদ্রতটে সূর্যাস্ত দেখছে সে। বাবা যখন সমুদ্রে, মেয়ে তখন সূর্যাস্ত দেখতেই ব্যস্ত।
4/8
জিভার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করা হয়েছে। যেখানে অবশ্য ধোনির স্ত্রী সাক্ষীকে দেখা যায়নি।
5/8
গোধূলিতে সূর্যাস্তের যে লালচে আভা সমুদ্রে এসে পড়ে, সেই দৃশ্যই কিন্তু ফুটে উঠেছে জিভার অ্য়াকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে।
6/8
বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক কতটা মধুর হয়, তা জিভা ও ধোনির ছবিগুলোই প্রমাণ, ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন অনেকটা সময় দুজন দুজনকে পাচ্ছেন পাশে।
7/8
এর আগে পাহাড়েও ঘুরতে গিয়েছিলেন ধোনি তাঁর পরিবার নিয়ে। সেখানেও জিভা ও ধোনির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ধোনির স্ত্রী সাক্ষী।
8/8
আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই ফের দেখা যাবে এমএসডিকে। এবার তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছেন সিএসকে।
Published at : 10 Nov 2024 01:29 PM (IST)