MS Dhoni: ধোনির সাফল্যের নেপথ্যে ছিলেন, বরাবর আড়ালেই থেকেছেন, কিংবদন্তির অবসরের দিন অজানা গল্প
মহেন্দ্র সিংহ ধোনির ছেলেবেলার বন্ধু তিনি। ধোনির উত্থান ও সাফল্যের নেপথ্যে রয়েছে অবদান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বরাবর পর্দার আড়ালেই থেকেছেন পরমজিৎ সিংহ। যাঁকে ধোনি নিজের ঘনিষ্ট বৃত্তে রেখেছেন বরাবরই।
ধোনি তখন স্কুল পর্যায়ের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছেন। তাঁর বড় বড় ছক্কা মারার দক্ষতা নিয়ে হইচই পড়ে গিয়েছিল।
রাঁচিতে প্রাইম স্পোর্টস বলে একটি ক্রীড়া সরঞ্জাম বিক্রির দোকান চালান পরমজিৎ। ধোনির প্রতিভা নিয়ে তিনি বারবরই মুগ্ধ ছিলেন।
ধোনির জন্য প্রথম স্পনসর নিয়ে আসেন পরমজিৎ। বারবার কথা বলে ধোনিকে ক্রিকেট কিট দেওয়ার জন্য রাজি করান একটি সংস্থাকে।
দলীপ ট্রফির দলে সুযোগ পাওয়ার পরেও সঠিক সময়ে খবর পাননি ধোনি। যখন তিনি জানতে পারেন, পরের দিন সকালেই কলকাতায় পৌঁছতে হতো। হাল ছেড়ে দিয়েছিলেন ধোনি।
তখনও পাশে দাঁড়ান পরমজিৎ। সারারাত গাড়ি চালিয়ে রাঁচি থেকে কলকাতায় পৌঁছে দেন ধোনিকে।
ধোনি বিমান ধরতে না পারলেও, পরমজিৎ-এর অবদান কখনও ভোলেননি।
পরবর্তীকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্কোরার হিসাবেও কাজ করেছেন পরমজিৎ। বন্ধুবৎসল ধোনি প্রাইম স্পোর্টসের স্টিকার ব্যাটে লাগিয়ে খেলেছেন।
১৫ অগাস্ট সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। সেই দিনই ফিরে দেখা ধোনির জীবনের গল্প। ছবি - পরমজিতের ফেসবুক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -