PAK vs SL Asia Cup Final: রিজওয়ান থেকে নিশাঙ্কা, ফাইনালে নজর কাড়তে পারেন এই পাঁচ তারকা
সদ্যই আইসিসির ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর টি-টোয়োন্টি ব্যাটারের জায়গা দখল করে নিয়েছেন মহম্মদ রিজওয়ান। কেন তিনি এক নম্বর, তার প্রমাণ চলতি এশিয়া কাপেই মিলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫৬.৫০ গড়ে এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রান করা রিজওয়ানের দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
শ্রীলঙ্কার নবপ্রজন্মের সবথেকে প্রতিভাবান ব্যাটার হিসাবে গণ্য করা হয় পাথুম নিশাঙ্কাকে। চলতি এশিয়া কাপের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
গতকালই পাকিস্তানের বিরুদ্ধে পরিপক্ক ৫৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জেতান তিনি। ফাইনালে শ্রীলঙ্কা তাঁর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে।
ভুবনেশ্বর কুমারের পরেই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেন মহম্মদ নওয়াজ। তিনি আটটি উইকেট নিয়েছেন।
আর ব্য়াট হাতে নওয়াজ কী করতে পারেন, তা ভারতের বিরুদ্ধেই প্রমাণ হয়ে গিয়েছে। তাই ফাইনালে তাঁকে এড়িয়ে যাওয়াটা কোনওভাবেই সম্ভব নয়।
শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকেও কিন্তু ভুললে চলবে না। এশিয়া কাপে কিন্তু তিনিও ফর্ম রয়েছেন।
পাঁচ ম্যাচে ১৫৮-র অধিক স্ট্রাইক রেটে টুর্নামেন্টে দুইটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন তিনি।
সবার শেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ।
চার ম্য়াচে ছয় উইকেট নেওয়া নাসিম শাহ, পাকিস্তান দলকে শাহিন আফ্রিদির অনুপস্থিতি কার্যত বুঝতেই দেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -