Ranji Trophy: রঞ্জি ফাইনালে দুরন্ত সেঞ্চুরি মুশির খানের, সচিনের সামনেই ভাঙলেন মাস্টারের রেকর্ড

Musheer Khan Record: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মুশির খান। রঞ্জিতে দুরন্ত শতরানের সৌজন্যে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন মুশির।

রেকর্ড গড়লেন মুশির খান (ছবি পিটিআই)

1/9
রঞ্জি ট্রফিতে অপ্রতিরোধ্য মুশির খান। ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে ১৩৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।
2/9
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মুশির খান। রঞ্জিতে দুরন্ত শতরানের সৌজন্যে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন মুশির।
3/9
১৯ বছর ১৪ দিনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মুশির। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের ঝুলিতে।
4/9
১৯৯৪-৯৫ রঞ্জি মরশুমে ২২তম জন্মদিনের ঠিক মাসখানেক পাঞ্জাবের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ডের মালিক আজ থেকে মুশির খান।
5/9
সচিন তেন্ডুলকর এদিন মাঠে খেলা দেখতে এসেছিলেন। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। তাঁদের সামনেই রেকর্ড গড়েন মুশির।
6/9
চলতি রঞ্জিতে দুর্দান্ত ফর্মে রয়েছন মুশির। কোয়ার্টার ফাইনালে দ্বিশতরান হাঁকিয়েছিলেন তিনি। এছাড়া সেমিফাইনালে অর্ধশতরান ও ফাইনালে এবার সেঞ্চুরি পূরণ করলেন তিনি।
7/9
বল হাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। মুশির সম্পর্কে সরফরাজ খানের ভাই। যিনি গত ইংল্যান্ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন।
8/9
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জার্সিতে দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন মুশির খান। তিনি ৩৬০ রান করেছিলেন। ২টো সেঞ্চুরি ও ১টি অর্ধশতরান করেছিলেন।
9/9
এখনও পর্যন্ত আইপিএলে কোনও দল পাননি মুশির খান। টুর্নামেন্ট শুরু হতে আর ১০ দিন বাকি। তার আগে মুশিরের জন্য কোনও দলের দরজা খোলে কি না তা দেখার।
Sponsored Links by Taboola