Nadal Win Photos: ২১ গ্র্য়ান্ডস্লামের মালিক, ইতিহাসে রাফায়েল নাদাল

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন স্প্য়ানিশ টেনিসের সুপারস্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
রাশিয়ান ড্যানিল মেদেভেদেভের বিরুদ্ধে ৫ সেটের কঠিন লড়াই শেষে জয় হাসিল করলেন নিলেন নাদাল।

৫ ঘণ্টা ২৫ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জিতলেন রাফায়েল নাদাল। পুরুষদের টেনিস এই মুহূর্তে তিনিই সর্বাধিক গ্র্য়ান্ডস্লামের মালিক।
প্রথম ২ সেট হেরে পরের তিন সেটে পরপর জিতে ম্যাচ পকেটে পুরে নেন স্প্যানিশ টেনিসের সুপারস্টার।
খেলার ফল নাদালের পক্ষে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫। ২০০৯ সালের পর ফের ২০২২ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন তিনি।
কেরিয়ারের ২৯ নম্বর গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠে ২১ নম্বর খেতাব জিতে নিলেন নাদাল।
এই নিয়ে মোট ৬ বার রড লেভার এরিনায় ফাইনাল খেললেন। তবে এর আগে চ্যাম্পিয়ন হয়েছিলেন মোটে ১ বার।
পরপর ২ সেটে জিতে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছিলেন মেদভেদেভ। কিন্তু অন্য রকম ভেবেছিলেন বোধহয় রাফা।
ম্যাচের পরই টেনিস ব্য়াটটি ছুড়ে মারেন দর্শকদের উদ্দেশে। জড়িয়ে ধরেন স্ট্যান্ডে গিয়ে তাঁর সতীর্থদের।
গত বছর চোটের জন্য় উইম্বলজন, ইউ এস ওপেন খেলেননি। কিন্তু এবার ফিরে এসেই বাজিমাত করলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -