Neeraj Chopra: সাফল্যের অপর নাম নীরজ, 'সোনার ছেলে' র সেরা পাঁচটি থ্রো এক নজরে
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের একবার ইতিহাস গড়লেন নীরজ চোপড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার হিসাবে ৮৮.১৭ মিটার থ্রো করে জিতে নিলেন সোনা।
নিজের দ্বিতীয় প্রয়াসেই এই দূরত্ব অতিক্রম করেন ভারতীয় তারকা অ্যাথলিট।
তবে এটা তাঁর সেরা পাঁচ থ্রোয়েও নেই। নীরজ স্টকহোম ডায়মন্ড লিগে ৩০ জুন ২০২২ সালে নিজের কেরিয়ারের সেরা থ্রোটি করেন। তিনি সেখানে ৮৯.৯৪ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন।
গত বছরই ফিনল্যান্ডে অনুষ্ঠিত নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুড়েছিলেন তিনি। এবার অবশ্য চোটের কারণে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি তিনি।
লুসানে ডায়মন্ড লিগে ৮৯.০৮ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। এ বছরই এই টুর্নামেন্টটি নীরজই জিতেছেন।
এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরত্ব অতিক্রম করেছিল নীরজের ছোড়া জ্যাভলিন।
এই বছরই দোহা ডায়মন্ড লিগও জেতেন নীরজ। সেখানে নিজের প্রথম প্রয়াসেই ৮৮.৬৭ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। এটা তাঁর সোনা জেতার জন্য যথেষ্ট ছিল।
নীরজের এই দুরন্ত সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। প্রধানমন্ত্রী থেকে দেশের সেনাবাহিনী, সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -