D Gukesh: চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশুনো, দাবায় কনিষ্ঠতম বিশ্বচ্যাম্পিয়ন, কত টাকার মালিক গুকেশ?
D Gukesh Net Worth: একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন ডিং লিরেন।
দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ
1/9
দাবায় নতুন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে গুকেশ
2/9
চিনের প্রতিদ্বন্দ্বী ডিং লিরেনের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন গুকেশ। ভারতীয় গুকেশের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় ৭.৫-৬.৫।
3/9
২০০৬ সালের ২৯ মে চেন্নাইয়ে জন্ম হয় গুকেশের। বাবা একজন ইএনটি সার্জেন ও মা মাইক্রোবায়োলোজিস্ট। ছেলেকে সাপোর্ট করতে নিজের প্র্যাক্টিস ছেড়ে দিয়েছিলেন গুকেশের বাবা।
4/9
সাত বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেন গুকেশ। এরপর গুকেশের ক্লাস ফোরের পর নিয়মিত স্কুলে যাওয়াও বন্ধ করে দেন। গুকেশ পুরোপুরি দাবা খেলায় মন দেন।
5/9
২২ বছর বয়সে রাশিয়ান কিংবদন্তি গ্যারি কাসপারোভ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁকে টেক্কা দিয়ে এখন গুকেশই সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন দাবায়।
6/9
গুকেশ একবার নিজেই জানিয়েছিলেন যে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়াই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য ছিল।
7/9
টুর্নামেন্টে তিনটি ম্য়াচ জিতে মোট ৫.০৭ কোটি টাকা জিতেছিলেন গুকেশ। পুরো টুর্নামেন্ট থেকে মোট ১১.৪৫ কোটি টাকা জিতেছেন।
8/9
ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর গুকেশের মোট সম্পত্তির পরিমান ২০ কোটি টাকা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আগে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৮.২৬ কোটি।
9/9
একটা সময় পর্যন্ত মনে করা হচ্ছিল যে, ড্রয়েই সন্তুষ্ট থাকবেন ডিং। কিন্তু ৫৩তম চালে বড় ভুল করেন চিনের দাবাড়ু। শেষ পর্যন্ত গুকেশের চাপের কাছে নতিস্বীকার করেন ডিং লিরেন।
Published at : 15 Dec 2024 08:34 PM (IST)