Car Rally: রাতের কলকাতায় অভিনব কার ব়্যালি, অংশ নিলেন মহিলা চালকরাও
কার ব়্যালি। তবে দিনের আলোয় নয়। সূর্যাস্তের পর। রাতের কলকাতায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাইট নেভিগেশন টিএসডি কার ব়্যালি। অভিনব এই কার ব়্যালি হয়ে গেল তিলোত্তমার বুকে।
ক্লাব ক্যাটেগরিতে সেরা হয়েছেন শুভজিৎ কুমার ও বিক্রমজিৎ কুমার। দ্বিতীয় হয়েছেন রাজদীপ দাশগুপ্ত ও সৌম্য বিকাশ সেন।
সোনালি বসু ও সূর্যেন্দু গঙ্গোপাধ্যায়ের দল তৃতীয় স্থানে শেষ করেছে।
কার ব়্যালিতে অংশ নিয়েছিলেন মহিলা চালকরাও। মহিলা প্রতিযোগীদের মধ্যে সেরা হয়েছে এসকে অলিভিয়া ও সুনীতা প্রসাদের জুটি।
শিক্ষানবিশদের বিভাগে (বেস্ট নভিশ) সেরার পুরস্কার জিতেছেন রাজদীপ দাশগুপ্ত ও সৌম্য বিকাশ সেন।
অ্যামেচার বিভাগে সেরা হয়েছেন প্রত্যুষ প্রতীম চৌধুরী ও আকাশ গুপ্ত। দ্বিতীয় হয়েছে রাজদীপ দাশগুপ্ত ও সৌম্য বিকাশ সেনের জুটি।
এস কে অলিভিয়া ও সুনীতা প্রসাদের জুটি জিতে নিয়েছে এই বিভাগে তৃতীয় পুরস্কার। চতুর্থ হয়েছেন অরিত্র চক্রবর্তী ও সঞ্জিৎ চৌধুরী। পঞ্চম হয়েছে ইন্দ্রজিৎ রায় ও শুভম মৌলিকের জুটি।
বিশেষজ্ঞ বিভাগে (এক্সপার্ট ক্যাটেগরি) প্রতীক সরকার ও প্রসেনজিৎ রায়ের জুটি চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে সৌম্যজিৎ সাহা-অমিত কুমার সাহার জুটি। তৃতীয় হয়েছেন সুদীপ কুমার ঘোষ ও অরিন্দম ঘোষ। যোগেন্দ্র কুমার জয়সওয়াল ও পি এম মুথুস্বামীর জুটি চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান পেয়েছেন অনীক পাল ও সৌভিক দে সরকার।
ক্যালকাটা রোয়িং ক্লাবে জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। - নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -