Novak Djokovic: সর্বাধিক গ্র্যান্ডস্লাম, নাদালকে টেক্কা, লাল সুড়কির কোর্টে রেকর্ড জকোভিচের
ক্যাসপার রুডকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ। নাদালকে টপকে সর্বাধিক ২৩ গ্র্যান্ডস্লাম ঝুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭-৬, ৬-৩, ৭-৫ গেমে জয় ছিনিয়ে নিলেন সার্বিয়ান তারকা। সবচেয়ে বেশি বয়সে রোলঁ গ্যারোজ়ে খেতাব জয় নোভাকের। ৩৬ বছর ২০ দিন বয়সে।
নরওয়ের ক্যাসপার রুড প্রথম সেট ছাড়া পুরো ম্য়াচে আর একবারও নোভাককে চাপে ফেলতে পারলেন না। প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটের লড়াই হল।
আগের বছরও ফরাসি ওপেনে ফাইনালে উঠেছিলেন রুড। সেবার নাদালের কাছে হারতে হয়েছিল। এবার জকোভিচের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল।
বিশ্বের ১ নম্বর কার্লোস আলরারাজকে সেমিফাইনালে হারানোর পরই সবাই ধরেই নিয়েছিল যে ২৩তম গ্র্যান্ডস্লাম আসাটা সময়ের অপেক্ষা। এদিন ঠিক সেটাই হল। তবে কিছুটা লড়াই করতে হল।
কেরিয়ারের তৃতীয় ফরাসি ওপেন জিতে নিলেন জোকার। পুরুষদের টেনিসে জোকারই একমাত্র প্লেয়ার যিনি প্রতিটি গ্র্যান্ডস্লাম অন্তত তিনবার করে জিতেছেন।
দাল ট্যুইটে শুভেচ্ছা জানালেন জোকারকে। সোশ্যাল মিডিয়ায় সার্বিয়ান তারকার উদ্দেশে রাফা লেখেন, ''অসাধারণ এই কৃতিত্বের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জকোভিচ। ২৩ এমন একটি সংখ্যা, যা কয়েক বছর আগে ভাবতেও অসম্ভব মনে হত। তুমি আজ করে দেখালে। পরিবার এবং দলের সঙ্গে এই জয় উপভোগ করো।''
নিজের কেরিয়ারে ১০টি অস্ট্রেলিয়ান ওপেন, ৭টি উইম্বলডন, তিনটি ফরাসি ওপেন ও তিনটি ইউএস ওপেন জিতেছেন জকোভিচ।
পুরুষ ও মহিলা টেনিস মিলিয়ে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে এই মুহূর্তে সেরেনা উইলিয়ামসের সঙ্গে একই আসনে রয়েছেন জোকার। ২ জনেরই ২৩টি করে গ্র্যান্ডস্লাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -