ODI World Cup 2023 : শীর্ষে পৌঁছনোর হাতছানি বিরাটের, বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় কে কোথায় ?
কেরিয়ারের রেকর্ড ৪৯ তম ওডিআই শতরান। চলতি বিশ্বকাপের দ্বিতীয়। শতরানের নজিরে সচিন বৃত্তে ঢুকে পড়েছেন বিরাট। স্মরণীয় করে রেখেছেন জন্মদিন। সঙ্গে প্রবলভাবে ফিরেছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅপরাজিত ১০১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে ৫৪৩ রান করা হয়ে গিয়েছে বিরাটের। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধে সর্বাধিক রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে তালিকায় কে কোথায় ?
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে রয়েছেন কুইন্টন ডি কক। ভারতের বিরুদ্ধে মাত্র ৫ রানে আউট হলেও চলতি বিশ্বকাপে ৪ টে শতরান হাঁকিয়ে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে মোট ৫৫০ রান।
নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র তৃতীয় ব্যাটার। যার চলতি বিশ্বকাপে পাঁচশোর বেশি রান হয়ে গিয়েছে। ৩ টি শতরান সহ কিউয়ি ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত ৫২৩ রান।
তালিকায় ৪ নম্বরে রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন হিটম্যান। চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়কের ঝুলিতে এখনও পর্যন্ত ৪৪২ রান।
জোড়া শতরান সহ ঝুলিতে মোট ৪২৮ রান। সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে ৫ নম্বরে ডেভিড ওয়ার্নার।
কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল রয়েছেন ৬ নম্বরে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে করেছেন ৩৭৫ রান। শতরান ১ টি।
ভারতের বিরুদ্ধে মাত্র ৯ রানের মাথায় ফিরতে হলেও তালিকার ৭ নম্বরে রয়েছেন আইডেন মাক্ররাম। ঝুলিতে মোট ৩৭১ রান।
আর এক প্রোটিয়া ব্যাটার রয়েছেন তালিকায়। রাসি ভান ডার ডুসেন। ভারতের বিরুদ্ধে ১৩ রানে সাজঘরে ফিরলেও চলতি বিশ্বকাপে জোড়া শতরান সহ মোট ৩৬৬ রান।
তালিকায় ৯ নম্বরে মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের ব্যাটারের ঝুলিতে এখনও পর্যন্ত ৩৫৯ রান।
পাকিস্তানের অপর ব্যাটার আবদুল্লা শফিক রয়েছেন বর্তমানে তালিকার ১০ নম্বরে। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে করেছেন মোট ৩৩৬ রান।
বিশ্বকাপ এগোনোর সঙ্গে ছন্দ ফিরে পেয়ে এগোচ্ছেন শ্রেয়স আইয়ারও। পরপর দু'ম্যাচে অর্ধশতরানে হাঁকানোর পর ভারতীয় ব্যাটারের ঝুলিতে এই মুহূর্তে ২৯৩ রান। তিনি রয়েছেন তালিকার ১৪ নম্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -