ODI World Cup 2023 : স্বপ্নের দৌড় জারি রাচিনের, বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে,তালিকায় কারা?
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪২ রানের সুবাদে ৯ ইনিংসে রাচিন রবীন্দ্র পৌঁছে গিয়েছেন ৫৬৫ রানে। চলতি বিশ্বকাপে যা সর্বোচ্চ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউজিল্যান্ড-শ্রীলঙ্কা (ম্যাচ ৪১) খেলার শেষে এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে কুইন্টন ডি কক। ৮ ইনিংসে রান ৫৫০ রান।
৮ ইনিংসের শেষে বিরাট কোহলির ঝুলিতে ৫৪৩ রান। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে কোহলি।
তালিকায় ৪ নম্বরে ডেভিড ওয়ার্নার। অজি ব্যাটারের ঝুলিতে ৮ ইনিংসের শেষে ৪৪৬ রান।
রোহিত শর্মা রয়েছেন ৫ নম্বরে। হিটম্যানের ঝুলিতে ৮ ইনিংসের শেষে ৪৪২ রান।
শ্রীলঙ্কা ম্যাচে ৪৩ রান করে ৮ ইনিংসে ৪১৮ রান ডারিল মিচেলের। রয়েছেন ৬ নম্বরে।
সাতে ম্যাড ম্যাক্স। মহাকাব্যিক দ্বিশতরানের সুবাদে ৭ ইনিংসে ৩৯৭ রান করে তালিকার সাত নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল।
আট নম্বরে রয়েছেন ডেভিড মালান। ইংল্যান্ডের ব্যাটারের ৮ ইনিংসে ৩৭৩ রান।
শ্রীলঙ্কার সাদিরা সমরাবিক্রম ৯ নম্বরে। তাঁর ঝুলিতেও ৩৭৩ রান। ৯ ইনিংস খেলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার আইডেন মারক্রাম রয়েছেন দশে। আপাতত ৮ ইনিংসে ৩৭১ রান তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -