Ind vs NZ: দলে সুযোগ পেয়েই ৫ উইকেট, শামির আগুনে রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপের (ODI World Cup) ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। মোহালিতে ৫ উইকেট নিয়ে একা হাতে অজ়ি ইনিংসকে ছারখার করে দিয়েছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবু... বিশ্বকাপের প্রথম চার ম্যাচে ভারতীয় দলে জায়গা পাননি। তাঁর পরিবর্তে খেলানো হচ্ছিল শার্দুল ঠাকুরকে।
টিম ম্যানেজমেন্টের তরফে বলা হচ্ছিল, শার্দুলের ব্যাটের হাত ভাল। তাই তাঁকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যাতে প্রয়োজনে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নেমে প্রয়োজনীয় ইনিংস খেলতে পারেন।
সমালোচনাও হচ্ছিল বিস্তর। বলা হচ্ছিল, বোলিং দক্ষতায় ম্যাচের রং পাল্টে দেওয়ার ক্ষমতা নেই শার্দুলের। ব্যাট হাতেও বা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেন গার্ডেন্সে একটা ম্যাচ জেতানো ইনিংস ছাড়া স্মরণকালের মধ্যে আর কী করেছেন? এ-ও বলা হচ্ছিল যে, শুধু মুম্বই লবির জন্যই সুযোগ পাচ্ছেন শার্দুল।
অবশেষে রবিবার যেন সঠিক সিদ্ধান্ত নিলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। শার্দুল ঠাকুরের পরিবর্তে ধর্মশালায় নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলানো হল মহম্মদ শামিকে (Mohammed Shami)।
আর ভারতের প্রথম একাদশে সুযোগ পেয়েই বাংলার পেসার প্রমাণ করে দিলেন, তাঁকে টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে বসিয়ে রাখা কতটা ভুল হয়েছিল। কার্যত একাই নিউজ়িল্যান্ড ইনিংসকে লাগাম পরালেন। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিলেন শামি। সেই সঙ্গে ভেঙে দিলেন একাধিক রেকর্ড।
কী সেই রেকর্ড? ভারতের একমাত্র বোলার হিসাবে বিশ্বকাপে দু'বার ম্যাচে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। পেরিয়ে গেলেন কপিল দেব, বেঙ্কটেশ প্রসাদ, রবিন সিংহ, আশিস নেহরা ও যুবরাজ সিংহকে। কপিল-প্রসাদদের বিশ্বকাপে একবার করে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে। সেই তালিকায় সবচেয়ে বেশি উজ্জ্বল তারা হয়ে রইলেন শামি।
এদিন অনিল কুম্বলেকেও পেরিয়ে গেলেন ডানহাতি পেসার। ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিরিখে। ওয়ান ডে বিশ্বকাপে কপিল দেবের ২৮টি ও যশপ্রীত বুমরার ২৯টি উইকেট রয়েছে। তাঁদের চেয়ে এমনিতেই এগিয়ে ছিলেন শামি। রবিবার ৫ উইকেট নেওয়ায় পেরিয়ে গেলেন কিংবদন্তি কুম্বলেকে। বিশ্বকাপে ৩১ উইকেট রয়েছে কুম্বলের। তাঁকে পেরিয়ে গেলেন শামি। তাঁর ঝুলিতে এখন ৩৬ ওয়ান ডে শিকার। শামির সামনে শুধু জাভাগাল শ্রীনাথ ও জ়াহির খান। দুজনেরই বিশ্বকাপে ৪৪টি করে উইকেট রয়েছে।
শামি মোট ৫ বার বিশ্বকাপে ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন। ভারতের আর কোনও বোলারের এই নজির নেই। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরও বিশ্বকাপে ৫ বার ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৬ বার এই নজির গড়ে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
সব মিলিয়ে বিশ্বকাপে মাত্র ১২ ম্যাচে ৩৬ উইকেট শামির। ওভার প্রতি খরচ করেন মাত্র ৫.০৯ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -