ODI World Cup 2023 : ফাইনালে হেরেও রোহিত-বিরাটরা পাচ্ছেন প্রায় ২০ কোটি, বিশ্বকাপ থেকে কোন দেশ পেল কত টাকা ?
ষষ্ঠবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৪ মিলিয়ন ও গ্রুপপর্বে ৭ ম্যাচে জিতে আরও ২ লাখ ৮০ হাজার ডলার। মোট ৪.২৮ মিলিয়ন ডলার পুরস্কার মূল্য জিতেছে অজিরা। ভারতীয় মুদ্রায় যা প্রায় চোখ ধাঁধানো সাড়ে ৩৫ কোটি টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালিস্ট হওয়ার সুবাদে ২ মিলিয়ন। গ্রুপপর্বের ৯ ম্যাচেই জয়। মোট ২.৩৬ মিলিয়ন মার্কিন ডলার ভারতের ঝুলিতে। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ কোটি।
সেমিফাইনালিস্ট হওয়ার সুবাদে ৮ লাখ মার্কিন ডলার ও গ্রুপপর্বে ৭ জয়। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাচ্ছে মোট ১.০৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা।
কিউয়িরা গ্রুপপর্বে জেতে ৫ ম্যাচে। আর শেষচারের সুবাদে ঝুলিতে আরও ৮ লাখ মার্কিন ডলার মিলিয়ে মোট ১ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা বিশ্বকাপ থেকে জিতেছে নিউজিল্যান্ড।
শেষ চারে যে দলগুলি স্থান পায়নি তাদের প্রত্যেককে আইসিসি দিয়েছে ১ লাখ মার্কিন ডলার। সঙ্গে গ্রুপপর্বে ৪ ম্যাচে জিতেছে পাকিস্তান।
গ্রুপপর্বে ৪ ম্যাচে জিতেছে আফগানিস্তানও। যার সুবাদে পাক শিবিরের মতোই মোট ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার মূল্য পাচ্ছে তারাও। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.২ কোটি টাকা।
গ্রুপপর্বে মাত্র ৩ জয় ইংল্যান্ডের। মোট ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা পাচ্ছে তাঁরা।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস, বিশ্বকাপের গ্রুপপর্বে সবথেকে নিচের তিন স্থানে থেকে অভিযান শেষ করেছে।
৩ দেশই গ্রুপপর্বে মাত্র ২ টি করে ম্যাচে জিতেছে। যার সুবাদে তাঁদের ঝুলিতে গিয়েছে ৮০ হাজার মার্কিন ডলার।
বিশ্বকাপে সুযোগ পাওয়ার জেরে আরও ১ লক্ষ, মোট ১ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার পাচ্ছে তিন দেশই। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -