Rohit Sharma : বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টানা ২ বিশ্বকাপে ৫০০-র বেশি রান, রোহিতের ঝুলিতে রেকর্ডের ফুলঝুরি
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৬১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে চতুর্থ ব্যাটার হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন রোহিত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বিশ্বকাপে ৩ টি অর্ধশতরান ও একটি শতরানের সুবাদে এখনও পর্যন্ত ৫০৩ রান করেছেন হিটম্যান।
চলতি ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলি (৫৯৪), কুইন্টন ডি কক (৫৯১) ও রাচিন রবীন্দ্রের (৫৬৫) ঠিক পরেই।
পরপর দুটি বিশ্বকাপের মঞ্চে ৫০০-র বেশি রান হাঁকানোর অনন্য নজিরও গড়ে ফেলেছেন রোহিত শর্মা। বিশ্বের আরও কোনও ব্যাটারের বিশ্বকাপের ইতিহাসে এমন অনন্য কীর্তি নেই।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট নিয়ে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে উইকেট পাওয়ার নজিরে ছুঁয়ে ফেলেছেন কপিল দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
গত ক্রিকেট বিশ্বকাপেও ব্যাট হাতে স্বপ্নের ছন্দে ছিলেন রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে হিটম্যান করেছিলেন ৬৪৮ রান করেছিলেন হিটম্যান।
প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। কোনও এক বিশ্বকাপে সর্বাধিক শতরান নজিরও যা। এবারের বিশ্বকাপে এখনও ৪ শতরান হাঁকিয়েছেন কুইন্টন ডি কক।
চলতি বিশ্বকাপে ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা। ক্রিকেট বোদ্ধাদের তারিফ কুড়িয়ে নিচ্ছে তাঁর ক্যাপ্টেন হিসেবে পারফরম্যান্স।
পাশাপাশি ব্যাট হাতেও চলতি বিশ্বকাপে দুরন্ত মেজাজে রয়েছেন রোহিত শর্মা। দলের প্রয়োজনে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হিটম্যান।
রোহিত শর্মাই এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সবথেকে বেশি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে টপকে এখনও পর্যন্ত ২৪ ছক্কা হাঁকানো হয়ে গিয়েছে রোহিতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -