Rohit Sharma : বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টানা ২ বিশ্বকাপে ৫০০-র বেশি রান, রোহিতের ঝুলিতে রেকর্ডের ফুলঝুরি

ODI World Cup 2023:২০১৯ বিশ্বকাপের পর ২০২৩। টানা দুই বিশ্বকাপে ৫০০-র বেশি রান।ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন রোহিত শর্মা।হিটম্যানের ঝুলিতে রেকর্ডের ছড়াছড়ি।

ODI World Cup 2023 Rohit Sharma Records

1/10
নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৬১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে চতুর্থ ব্যাটার হিসেবে ৫০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন রোহিত শর্মা।
2/10
চলতি বিশ্বকাপে ৩ টি অর্ধশতরান ও একটি শতরানের সুবাদে এখনও পর্যন্ত ৫০৩ রান করেছেন হিটম্যান।
3/10
চলতি ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক। বিরাট কোহলি (৫৯৪), কুইন্টন ডি কক (৫৯১) ও রাচিন রবীন্দ্রের (৫৬৫) ঠিক পরেই।
4/10
পরপর দুটি বিশ্বকাপের মঞ্চে ৫০০-র বেশি রান হাঁকানোর অনন্য নজিরও গড়ে ফেলেছেন রোহিত শর্মা। বিশ্বের আরও কোনও ব্যাটারের বিশ্বকাপের ইতিহাসে এমন অনন্য কীর্তি নেই।
5/10
নেদারল্যান্ডসের বিরুদ্ধে উইকেট নিয়ে তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে উইকেট পাওয়ার নজিরে ছুঁয়ে ফেলেছেন কপিল দেব ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
6/10
গত ক্রিকেট বিশ্বকাপেও ব্যাট হাতে স্বপ্নের ছন্দে ছিলেন রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে হিটম্যান করেছিলেন ৬৪৮ রান করেছিলেন হিটম্যান।
7/10
প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন হিটম্যান। কোনও এক বিশ্বকাপে সর্বাধিক শতরান নজিরও যা। এবারের বিশ্বকাপে এখনও ৪ শতরান হাঁকিয়েছেন কুইন্টন ডি কক।
8/10
চলতি বিশ্বকাপে ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা। ক্রিকেট বোদ্ধাদের তারিফ কুড়িয়ে নিচ্ছে তাঁর ক্যাপ্টেন হিসেবে পারফরম্যান্স।
9/10
পাশাপাশি ব্যাট হাতেও চলতি বিশ্বকাপে দুরন্ত মেজাজে রয়েছেন রোহিত শর্মা। দলের প্রয়োজনে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন হিটম্যান।
10/10
রোহিত শর্মাই এই মুহূর্তে চলতি বিশ্বকাপে সবথেকে বেশি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলকে টপকে এখনও পর্যন্ত ২৪ ছক্কা হাঁকানো হয়ে গিয়েছে রোহিতের।
Sponsored Links by Taboola