ODI World Cup 2023: বিশ্বকাপে শেষ চারের আশা শেষ? এখনও স্বপ্ন দেখছে শাকিবের বাংলাদেশ
৫ ম্যাচে ৪টি পরাজয়। জয় মাত্র ১ ম্যাচে। ২ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে রয়েছে বাংলাদেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবু, সেমিফাইনালের আশা শেষ হয়ে গিয়েছে, মানতে চায় না বাংলাদেশ শিবির।
ইডেনে নেদারল্যান্ডস ম্যাচের আগে তাস্কিন আমেদ বলেছেন, 'এখনও শেষ চারের আশা শেষ হয়ে যায়নি। পরপর কয়েকটি ম্যাচ জিতলে ছবি পাল্টাতে পারে। ইংল্যান্ডও পরপর ম্যাচ হেরেছে।'
বাকি ৪ ম্যাচের মধ্যে ৪টিতেই জিতলে ১০ পয়েন্টে শেষ করবে বাংলাদেশ। তারপরেও শেষ চার নিশ্চিত নয়। দরজা খুলতে পারে, একমাত্র দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলগুলি পরপর ম্য়াচ হারতে থাকলে।
শাকিব আল হাসানদের তাই অলৌকিক কিছুর জন্য় প্রার্থনা করা ছাড়া উপায় নেই।
বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন শাকিব। ইডেন গার্ডেন্সে নেদারল্য়ান্ডস ম্যাচের কার্যত ৩৬ ঘণ্টা আগে।
বিশ্বকাপে যখন পরপর ম্যাচ হেরে চলেছে বাংলাদেশ, তখন দলের সঙ্গে কলকাতায় না এসে দেশের বিমান ধরে ফের একবার শোরগোল ফেলেছেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে কেন অধিনায়ক দেশে ফিরবেন, তা নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশের ক্রিকেটমহল।
পরে জানা গিয়েছিল, ব্যক্তিগত কোচ নাজ়মুল আবেদিন ফাহিমের কাছে তালিম নিতে গিয়েছেন শাকিব। তবু প্রশ্ন ওঠা থামেনি। তাহলে কি জাতীয় দলের কোচিং স্টাফে ভরসা নেই খোদ অধিনায়কের?
শুক্রবার দলের অনুশীলনে এলেও, নিজে গা ঘামালেন না শাকিব। বিতর্কের মধ্যেও নির্লিপ্ত তিনি। গোটা মাঠে পায়চারি করে বেড়ালেন। সঙ্গী কখনও জাতীয় দলের কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে, তো কখনও নাজমুল হোসেন শান্ত। বোলিং গুরু অ্যালান ডোনাল্ডের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল শাকিবকে। তারই ফাঁকে কিছুক্ষণ শ্যাডো করলেন শুধু।
দল অবশ্য অধিনায়কের পাশে। তাস্কিন বলেছেন, 'ও টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেই গিয়েছিল। তাছাড়া সেদিন আমাদের বিশ্রামের দিন ছিল। আবশ্যিক প্র্যাক্টিসের দিন তো ছিল না।' ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -