ODI World Cup 2023: ভারতের বিশ্বকাপ দলে তিন নবাগত তরুণকে দেখতে চাইছেন সৌরভ
ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাত্র মাস দেড়েক বাকি। সব দলই ঘর গুছিয়ে নিতে ব্যস্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের মাটিতে বিশ্বকাপে কজন স্পিনার খেলাবে খোদ টিম ইন্ডিয়া, তা নিয়ে জোর চর্চা চলছে। রবীন্দ্র জাডেজাকে অটোমেটিক চয়েস মনে করা হচ্ছে। দ্বিতীয় স্পিনার হিসাবে প্রথম একাদশে সুযোগ পাবেন কে? আর অশ্বিন?
সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত মনে করেন, প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন তামিলনাড়়ুর অফস্পিনারের। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'অশ্বিন অসাধারণ বোলার। বিশ্ব ক্রিকেটে সব কিছু অর্জন করেছে। তবে বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন।'
ঋষভ পন্থের চোট। কে এল রাহুল সবে ফিট হয়ে ওঠার পথে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ পেয়েই নজর কেড়েছেন ঈশান কিষাণ।
৩ ম্যাচে ১৮৪ রান করে সিরিজের সেরাও হয়েছেন। বিশ্বকাপের প্রথম একাদশে উইকেটকিপার হিসাবে সুযোগ পাবেন কে?
সৌরভ বলেছেন, 'ঈশান ও কে এল রাহুল রয়েছে। প্রথম একাদশে ওদের মধ্যেই কোনও একজন থাকবে। আমার পছন্দ ঈশান কিষাণ। কারণ, ও ওপেন করতে পারে।'
বিশ্বকাপে ভারত অন্যতম ফেভারিট, জানিয়ে দিয়েছেন সৌরভ। বলেছেন, 'রোহিত, কোহলি, গিল, কে এল রাহুল বা শ্রেয়স আইয়ারের মধ্যে কোনও একজন, মহম্মদ শামি, জাডেজা, বুমরা। এই দলের বিরুদ্ধে পারফর্ম করা সহজ নয়। ভারত অবশ্যই ফেভারিট। তবে অনেক কিছু নির্ভর করছে রোহিত, হার্দিক ও দ্রাবিড় কীভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তার ওপর।'
ভারতের ব্যাটিং লাইন আপে চার নম্বরে দেখা যাবে কাকে? এ নিয়ে জল্পনা চলছে। একাধিক নাম ঘোরাফেরা করছে। সৌরভ বলছেন, 'তিলক বর্মা চার নম্বরে খেলতে পারে। যশস্বী, ঈশান কিষাণ, তিলকের মতো ব্যাটাররা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারবে। তিনজনই বাঁহাতি। উত্তেজক প্রতিভা।'
বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট কারা হতে পারে? সৌরভ চারটি নয়, বেছে নিচ্ছেন পাঁচ দলকে। এই পাঁচ দলের মধ্যে থেকেই চারটি দল সেমিফাইনালে খেলবে বলে মনে করেন তিনি। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক বলেছেন, 'অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও নিউজ়িল্যান্ড।'
বিশ্বকাপে যশপ্রীত বুমরার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন সৌরভ। বলেছেন, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল। বুমরা ফিট। দারুণ বল করেছে। ওই ভারতের সেরা বোলার।' - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -