Virat Kohli Record: বিশ্বকাপে পন্টিংয়ের রেকর্ড ভেঙে দুইয়ে কোহলি, সামনে শুধু সচিন
ODI World Cup: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার কিংবদন্তির রেকর্ডই ভেঙে দিলেন কোহলি।
কোহলির নতুন নজির। - পিটিআই
1/10
রবিবার বিশ্বকাপের ফাইনালে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি আউট হলেন ৬৩ বলে ৫৪ রান করে। রবিবার রিকি পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন কিংগ কোহলি।
2/10
বিশ্বকাপে ৩৭ ম্যাচে ১৭৯৫ রান হয়ে গেল কোহলির। ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দুই নম্বরে কোহলি। পেরিয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক, কিংবদন্তি রিকি পন্টিংকে।
3/10
বিশ্বকাপে সর্বোচ্চ রান রয়েছে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। বিশ্বকাপে ৪৫ ম্যাচে ২২৭৮ রান রয়েছে সচিনের। সেঞ্চুরি ছটি। সর্বোচ্চ ১৫২।
4/10
বিশ্বকাপে সর্বোচ্চ রানপ্রাপকদের তালিকার শীর্ষে সচিন। চলতি বিশ্বকাপেই যাঁর ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। তবে বিশ্বকাপে মোট রানের সংখ্যায় এখনও শীর্ষে তেন্ডুলকরই।
5/10
তালিকায় তিন নম্বরে নেমে গেলেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের ঝুলিতে বিশ্বকাপে ৪৬ ম্যাচে ১৭৪৩ রান রয়েছে। সেঞ্চুরি ৫টি। গড় ৪৫.৮৬।
6/10
বিশ্বকাপে পান্টারের সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৪০ রান। রবিবার পন্টিংয়ের রেকর্ডই ভেঙে দিয়েছেন কোহলি।
7/10
তালিকায় চার নম্বরে রয়েছেন হিটম্যান রোহিত শর্মা। বিশ্বকাপে ২৮ ম্যাচে যাঁর ঝুলিতে ১৫৭৫ রান রয়েছে। ৭টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি রয়েছে রোহিতের।
8/10
৬০.৫৭ ব্যাটিং গড়ে বিশ্বকাপে রান করেছেন রোহিত। বিশ্বকাপে তাঁর সেরা ইনিংস ১৪০ রান।
9/10
তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারা। ৩৭ ম্যাচে ১৫৩২ রান রয়েছে সঙ্গার।
10/10
বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি রয়েছে সঙ্গকারার। ৫৬.৭৪ গড়ে রান করেছেন তিনি। ছবি - পিটিআই
Published at : 19 Nov 2023 06:06 PM (IST)