ODI World Cup Records: বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শূন্যরানে আউট, লজ্জার তালিকায় ভারতের কাপজয়ী তারকাও
তিনি নিউজ়িল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার। তবে বিশ্বকাপে একটি লজ্জার রেকর্ড রয়েছে নাথান অ্যাস্টলের। ওয়ান ডে বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কিউয়ি তারকা। ২২ ম্যাচে ৫ বার ফিরেছেন কোনও রান না করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলজ্জার এই তালিকায় দুইয়ে রয়েছেন পাকিস্তানের ইজাজ আমেদ। ওয়ান ডে বিশ্বকাপে মোট ২৯টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন তারকা। তার মধ্যে তিনিও পাঁচবার কোনও রান না করে ফিরেছেন।
ওয়ান ডে বিশ্বকাপে মাত্র ৯ ম্যাচ খেলে চারবার শূন্য করে ফিরেছেন আয়ার্ল্যান্ডের কাইল ম্যাকালান। তিনি তালিকায় তিন নম্বরে। এবং সবচেয়ে কম ম্যাচ খেলে সবচেয়ে বেশিবার শূন্য করে ফিরেছেন।
তালিকায় চার নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের ডারেন ব্র্যাভো। ১২ ম্যাচ খেলে চারবার তিনি আউট হয়েছেন কোনও রান না করে।
তালিকায় পাঁচ নম্বরে আরও এক ক্যারিবিয়ান। ওয়েস্ট ইন্ডিজ়ের কিথ আর্থারটন। ১৪ ম্য়াচে ৪ বার তিনি আউট হয়েছেন কোনও রান না করে।
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক কার্যত একা হাতে ২০১৫ সালে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথ তৈরি করে দিয়েছিলেন। তবে ব্যাট হাতে রয়েছে হতশ্রী রেকর্ড। বিশ্বকাপে ২৬ ম্যাচে ৪ বার শূন্য করে ফিরেছেন।
শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে বিশ্বকাপের মাঝপথে দলে ফেরানো হয়েছিল। ২৭ ম্যাচে চারবার শূন্য করে ফিরেছেন তিনি। যার মধ্যে শেষ সংযোজন, চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে কুখ্যাত টাইমড আউট। কোনও রান না করে ফেরেন ম্যাথিউজ়।
হাতে শটের বৈচিত্র এবং উইকেটের চারপাশে শট খেলার মুন্সিয়ানার জন্য তাঁকে বলা হতো মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। তবে ব্যাট হাতে লজ্জার একটি রেকর্ডও রয়েছে এ বি ডিভিলিয়ার্সের। বিশ্বকাপে ২৩ ইনিংসে চারবার কোনও রান না করে ফিরেছেন এ বি।
তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় ১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলে চারবার শূন্য রানে ফিরেছেন শ্রীকান্ত।
ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক অইন মর্গ্যান। তবে বিশ্বকাপে লজ্জার নজিরও রয়েছে। ২৯ ম্যাচে চারবার কোনও রান না করে ফিরেছেন মর্গ্যান। তালিকায় দশ নম্বরে তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -