EB vs OFC: প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে থেকেও ওড়িশার দ্বিতীয়ার্ধের ঝড়ে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল
ওড়িশার বিরুদ্ধে ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গলই বেশি ভালভাবে। গত ম্যাচের আত্মবিশ্বাস তো ছিলই, তা খেলায়ও চোখে পড়ছিল। সেম্বোই হাওকিপ ২৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও ভাল জায়গায় পৌঁছে যায় লাল হলুদ। মহেশ নাওরেম ৩৫ মিনিটে লাল হলুদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল না পেলেও নজর কাড়েন ভিপি সুহের। দুই গোলেরই পাস প্রদান করেন তিনিই।
তবে দ্বিতীয়ার্ধেই খেলা সম্পূর্ণ ঘুরে যায়। ম্যাচে ফিরে আসে ওড়িশা। সৌজন্যে পেদ্রো।
৪৭ ও ৪৮ মিনিটে পরপর দুই গোল করেন পেদ্রো। শুরুতেই গোল খেয়ে চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল।
পেদ্রো জোড়া গোলে আত্মবিশ্বাস ফিরে পেয়ে আরও আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে ওড়িশা। ৬৫ মিনিটে ওড়িশাকে এগিয়ে দেন জেরি।
নন্ধা কুমার ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন সত্যি করে ৭৬ মিনিটে চতুর্থ গোল করে ওড়িশার জয় সুনিশ্চিত করেন।
ওড়িশার দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে। এই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ওড়িশা লিগ তালিকায় তিনে পৌঁছে গেল। ইস্টবেঙ্গল ছয় পয়েন্ট নিয়ে আটেই রইল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -