EB vs OFC: প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে থেকেও ওড়িশার দ্বিতীয়ার্ধের ঝড়ে মুখ থুবড়ে পড়ল ইস্টবেঙ্গল

East Bengal: সেম্বোই ও জেরির গোলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও শেষমেশ ৪-২ গোলে পরাজিত হয়েই মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে।

ওড়িশার বিরুদ্ধে হারল ইস্টবেঙ্গল (ছবি: আইএসএল ট্যুইটার)

1/8
ওড়িশার বিরুদ্ধে ম্যাচের শুরুটা ইস্টবেঙ্গলই বেশি ভালভাবে। গত ম্যাচের আত্মবিশ্বাস তো ছিলই, তা খেলায়ও চোখে পড়ছিল। সেম্বোই হাওকিপ ২৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন।
2/8
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও ভাল জায়গায় পৌঁছে যায় লাল হলুদ। মহেশ নাওরেম ৩৫ মিনিটে লাল হলুদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
3/8
প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল না পেলেও নজর কাড়েন ভিপি সুহের। দুই গোলেরই পাস প্রদান করেন তিনিই।
4/8
তবে দ্বিতীয়ার্ধেই খেলা সম্পূর্ণ ঘুরে যায়। ম্যাচে ফিরে আসে ওড়িশা। সৌজন্যে পেদ্রো।
5/8
৪৭ ও ৪৮ মিনিটে পরপর দুই গোল করেন পেদ্রো। শুরুতেই গোল খেয়ে চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল।
6/8
পেদ্রো জোড়া গোলে আত্মবিশ্বাস ফিরে পেয়ে আরও আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকে ওড়িশা। ৬৫ মিনিটে ওড়িশাকে এগিয়ে দেন জেরি।
7/8
নন্ধা কুমার ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন সত্যি করে ৭৬ মিনিটে চতুর্থ গোল করে ওড়িশার জয় সুনিশ্চিত করেন।
8/8
ওড়িশার দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স স্মরণীয় হয়ে থাকবে। এই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে ওড়িশা লিগ তালিকায় তিনে পৌঁছে গেল। ইস্টবেঙ্গল ছয় পয়েন্ট নিয়ে আটেই রইল।
Sponsored Links by Taboola