Neeraj Mother on Arshad Nadeem: 'আর্শাদও তো আমার ছেলের মতো', প্যারিসে নীরজের স্বর্ণপদক হাতছাড়া হলেও রুপোয় সন্তুষ্ট তাঁর মা
প্যারিস অলিম্পিক্সের ১৩তম দিন ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হয়ে থাকল। ইতিহাস তৈরি হল জ্যাভলিন থ্রোয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া প্য়ারিসেও ফের একবার পদক জিতলেন। এবার তাঁর সংগ্রহ রুপো।
ছয়টির মধ্যে নীরজের পাঁচটি থ্রো ফাউল হয়। তবে নিজের একমাত্র সঠিক থ্রোয়ে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জিতে নিলেন নীরজ।
স্বাধীন ভারতবর্ষের প্রথম অ্যাথলিট হিসাবে নীরজই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া অলিম্পিক্স পদক জিতে নজির গড়লেন।
জোড়া অলিম্পিক্স পদকজয়ী হিসাবে সুশীল কুমার, পিভি সিন্ধু, মনু ভাকেরদের তালিকায় প্রবেশ করলেন বছর ২৬-র ভারতীয় অ্যাথলিট।
তবে প্যারিসে সোনা এল পড়শি দেশ পাকিস্তানের আর্শাদ নাদিমের ঝুলিতে। অলিম্পিক্স রেকর্ড ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে জিতলেন তিনি।
ছেলে সোনা জিততে না পারলেও, নীরজের মা কিন্তু বেশ খুশি। এমনকী আর্শাদের জয়েও আনন্দিত সরোজ দেবী।
তিনি এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা রুপো জিতে খুশি। আমাদের কাছে রুপোও সোনার মতো। আর যে সোনা জিতেছে, সেও তো আমার ছেলের মতোই।'
সরোজ দেবীর মতে সকলেই এই স্থানে পৌঁছতে ভীষণ খাটা খাটনি করে। তাই ছেলের সাফল্যের পাশাপাশি আর্শাদের সাফল্যেও তিনি খুশি।
নীরজ এবং আর্শাদের বন্ধুত্ব অতীতেও বারংবার সকলে দেখেছেন। প্যারিসেও পদকজয়ের পর সেই বন্ধুত্বের ছবিই কিন্তু দেখা গেল। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -