Novak Djokovic: সব গ্র্যান্ড স্ল্যাম, মাস্টার্স, ডেভিস কাপের পর অলিম্পিক্সে সোনা জয়, অনন্য রেকর্ডের মালিক নোভাক
Paris Olympics 2024: স্বর্ণপদকের ম্যাচে কার্লোস আলকারাজ়কে ৭-৬, ৭-৬ স্কোরলাইনে স্ট্রেট সেটে হারান নোভাক জকোভিচ।
রোলঁ গ্যারোসে সোনা জিতে বিশেষ তালিকায় সামিল জকোভিচ (ছবি: পিটিআই)
1/10
বর্ণাঢ্য টেনিস কেরিয়ারে প্রায় সবকিছুই জিতেছিলেন। কিন্তু অধরা ছিল একটাই খেতাব। সেই অধরা স্বপ্নপূরণ হল নোভাক জকোভিচের।
2/10
প্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর পুরুষ টেনিস তারকা। ভাসলেন আবেগে।
3/10
স্পেনের কার্লোস আলকারাজ়কে স্ট্রেট সেটে ৭-৬, ৭-৬ স্কোরলাইনে পরাজিত করে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ।
4/10
প্রথম সার্বিয়ান হিসাবে অলিম্পিক্সে টেনিসে সোনা তো জিতলেনই। পাশাপাশি প্রবীণতম খেলোয়াড় হিসাবেও অলিম্পিক্সে সোনা জয়ের কৃতিত্ব করলেন নিজের নামে।
5/10
শুধু তাই নয়, পূরণ হল তাঁর কেরিয়ার গোল্ডেন স্ল্যামও। অর্থাৎ চার গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিক্সে সোনা জয়ের কৃতিত্ব।
6/10
মাত্র পঞ্চম টেনিস তারকা হিসাবে সিঙ্গলসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। যোগ দিলেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদালের এলিট তালিকায়।
7/10
২১ বছর বয়সি আলকারাজ় এ মরশুমে দুই স্ল্যাম জিতেছেন। তার মধ্যে ছিল রোলঁ গ্যারোস অর্থাৎ ফরাসি ওপেনও। সেখানেই এবারের অলিম্পিক্সের টেনিসের আসর বসেছে। তাঁকে হারানো সহজ হবে না, জানতেন জকোভিচ।
8/10
তবে তিনি লড়লেন এবং গড়লেন ইতিহাস। তাঁর ২৪টি গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে যুক্ত হল অলিম্পক্সের স্বর্ণপদক।
9/10
অবশ্য এটি জকোভিচের প্রথম নয়, দ্বিতীয় অলিম্পিক্স পদক। ১৬ বছর আগে বেজিংয়ে, ২০০৮ সালে এক তরুণ জকোভিচ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার এল সোনা।
10/10
সার্বিয়ান তারকা চার গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্সে গোল্ড মেডেল, ডেভিস কাপের পাশাপাশি সমস্ত এটিপি মাস্টার্সও জিতে নিয়েছেন। এই কৃতিত্ব কিন্তু তিনি ছাড়া আর কোনও টেনিস খেলোয়াড়ের দখলে নেই। ছবি-পিটিআই/রোলঁ গ্যারোসের এক্স
Published at : 04 Aug 2024 11:09 PM (IST)