Novak Djokovic: সব গ্র্যান্ড স্ল্যাম, মাস্টার্স, ডেভিস কাপের পর অলিম্পিক্সে সোনা জয়, অনন্য রেকর্ডের মালিক নোভাক
বর্ণাঢ্য টেনিস কেরিয়ারে প্রায় সবকিছুই জিতেছিলেন। কিন্তু অধরা ছিল একটাই খেতাব। সেই অধরা স্বপ্নপূরণ হল নোভাক জকোভিচের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যারিস অলিম্পিক্সে সোনা জিতলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর পুরুষ টেনিস তারকা। ভাসলেন আবেগে।
স্পেনের কার্লোস আলকারাজ়কে স্ট্রেট সেটে ৭-৬, ৭-৬ স্কোরলাইনে পরাজিত করে ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ।
প্রথম সার্বিয়ান হিসাবে অলিম্পিক্সে টেনিসে সোনা তো জিতলেনই। পাশাপাশি প্রবীণতম খেলোয়াড় হিসাবেও অলিম্পিক্সে সোনা জয়ের কৃতিত্ব করলেন নিজের নামে।
শুধু তাই নয়, পূরণ হল তাঁর কেরিয়ার গোল্ডেন স্ল্যামও। অর্থাৎ চার গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি অলিম্পিক্সে সোনা জয়ের কৃতিত্ব।
মাত্র পঞ্চম টেনিস তারকা হিসাবে সিঙ্গলসে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। যোগ দিলেন স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদালের এলিট তালিকায়।
২১ বছর বয়সি আলকারাজ় এ মরশুমে দুই স্ল্যাম জিতেছেন। তার মধ্যে ছিল রোলঁ গ্যারোস অর্থাৎ ফরাসি ওপেনও। সেখানেই এবারের অলিম্পিক্সের টেনিসের আসর বসেছে। তাঁকে হারানো সহজ হবে না, জানতেন জকোভিচ।
তবে তিনি লড়লেন এবং গড়লেন ইতিহাস। তাঁর ২৪টি গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে যুক্ত হল অলিম্পক্সের স্বর্ণপদক।
অবশ্য এটি জকোভিচের প্রথম নয়, দ্বিতীয় অলিম্পিক্স পদক। ১৬ বছর আগে বেজিংয়ে, ২০০৮ সালে এক তরুণ জকোভিচ ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবার এল সোনা।
সার্বিয়ান তারকা চার গ্র্যান্ড স্ল্যাম, অলিম্পিক্সে গোল্ড মেডেল, ডেভিস কাপের পাশাপাশি সমস্ত এটিপি মাস্টার্সও জিতে নিয়েছেন। এই কৃতিত্ব কিন্তু তিনি ছাড়া আর কোনও টেনিস খেলোয়াড়ের দখলে নেই। ছবি-পিটিআই/রোলঁ গ্যারোসের এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -