Olympics Closing Ceremony: চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানের আকর্ষণ টম ক্রুজ, মন কাড়ল লাইট অ্যান্ড সাউন্ড
শেষ হল প্যারিস অলিম্পিক্স। স্তাদ দে ফ্রান্স স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন মনু ভাকের পি আর শ্রীজেশ। মনু শ্যুটিংয়ে জোড়া পদক জিতেছেন। আর ৫২ বছর পর পরপর দুই অলিম্পিক্সে পদক জয়ী ভারতের পুরুষ হকি দলের সদস্য, গোলকিপার শ্রীজেশ।
স্যেন নদীর ওপর হয়েছিল প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথা ভেঙে সেই প্রথম কোনও স্টেডিয়ামের বাইরে হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান।
চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক্সের ব্যাটন তুলে দেওয়া হল লস অ্যাঞ্জেলসের হাতে। ২০২৮ সালে, ঠিক চার বছর পর যেখানে বসবে অলিম্পিক্সের আসর।
সমাপ্তি অনুষ্ঠানে ছিল হলিউডের ছোঁয়া। প্রধান আকর্ষণ ছিলেন টম ক্রুজ।
মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলসের থেকে অলিম্পিক্স ফ্ল্যাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তা পরের অলিম্পিক্সের ভেন্যু, লস অ্যাঞ্জেলসে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল টম ক্রুজের কাঁধে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ জানিয়েছেন, একতার বার্তা দিয়েছে প্যারিস অলিম্পিক্স। দেখিয়ে দিয়েছে, গোটা বিশ্ব এখনও সুন্দর একটি স্থান।
বিশ্বব্যাপী শান্তির প্রচারে অলিম্পিক্সই যে সেরা বাজি, সেটাও জানিয়েছেন বাখ।
থমাস জলির পরিচালনায় ২ ঘণ্টা ধরে চলে সমাপ্তি অনুষ্ঠান। ২০৫ দেশের অ্যাথলিটরা পতাকা বহন করে স্টেডিয়ামে প্রবেশ করেন।
সমাপ্তি অনুষ্ঠানে লাইট অ্যান্ড সাউন্ড মুগ্ধ করে দেয় সকলকে। বিখ্যাত ফরাসি ব্যান্ড ফিনিক্স অনুষ্ঠানে পারফর্ম করে সকলের মন জিতে নেয়। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -