Paris Olympics 2024: লড়াই তাঁর মজ্জায় মজ্জায়, ১১ বছরে বাবা, মাকে হারনো থেকে ২১ অলিম্পিক্স পদকজয়, এক নজরে আমনের সফর
প্যারিস অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদক এল আমন শেরাওয়াতের হাত ধরে। ৫৭ কেজির ফ্রি স্টাইলে ব্রোঞ্জ জিতলেন আমন। তাঁর জয়ের সঙ্গে সঙ্গেই ভারতের অলিম্পিক্সে কুস্তিতে সাম্প্রতিককালে পদক জয়ের ধারাও অব্যাহত থাকল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের প্রথম অলিম্পিক্সে নামা আমন শুধু জিতলেনই না, জিতলেন না ইতিহাস গড়ে। পিভি সিন্ধুকে পিছনে ফেলে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে অলিম্পিক্সে পদক জয়ের কৃতিত্ব গড়লেন আমন।
মাত্র ১১ বছর বয়সে বাবা ও মাকে হারান আমন। তাঁর কাকার কাছেই মানুষ তিনি। তবে মৃত্যুর আগে তাঁর বাবা ২০১৩ সালে তাঁকে ছত্রসল স্টেডিয়ামে প্রশিক্ষণের জন্য ভর্তি করেন, যা তাঁর ভবিষ্যৎ বদলে দেয়।
সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, বজরং পুনিয়া ও রবি দাহিয়া, অতীতে চার ভারতীয় অলিম্পিক্স পদকজয়ীর উত্থান এই ছত্রসল স্টেডিয়াম থেকেই। সেই তালিকায় পঞ্চম পদকজয়ী হিসাবে যুক্ত হল আমনের নাম।
টোকিওয় পদকজয়ী রবি দাহিয়ার সঙ্গে আমনের গভীর বন্ধুত্ব তৈরি হয়। রবি টোকিওয় একই বিভাগে পদক জিতেছিলেন। প্যারিসে ব্রোঞ্জ জয়ের পর কিন্তু আমন জানান তাঁর পরিকল্পনা তৈরি থেকে খুঁটিনাটি না না বিষয়, রবি সবসময় তাঁর পাশে থেকেছেন।
রবির টোকিওয় পদকজয়ের ঠিক এক বছর পরেই আমনের কেরিয়ারে প্রথম বড় সাফল্য আসে। এশিয়ান অনূর্ধ্ব ২০ ও ২৩ চ্যাম্পিয়নশিপে যথাক্রমে ব্রোঞ্জ ও সোনা জেতেন তিনি।
বজরং পুনিয়া, রবি দাহিয়ারাও কিন্তু বিশ্ব অনূর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ জেতেননি। সেইদিক থেকে টিনএজার আমন এই টুর্নামেন্ট জিতে নিজের দক্ষতা ও প্রতিভা প্রমাণ করে দেন।
প্যারিসে তিনি একমাত্র ভারতীয় পুরুষ কুস্তিগীর হিসাবে সুযোগ পান। সেমিফাইনালে পরাজিত হলেও, পোয়ের্তো রিকো ডারিয়ান ক্রুজ়কে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে ১৩-৫ হারিয়ে তিনি ছত্রসল স্টেডিয়ামের পদকজয়ের ধারা অব্যাহত রাখেন।
আমনের এখনও বিশ্বাসই হচ্ছে না যে তিনি ভারতের হয়ে অলিম্পিক্সে পদক জিতে ফেলেছেন। তবে কাঙ্খিত সোনা আসেনি।
পরের অলিম্পিক্সে কিন্তু তিনি সোনা জয়ের জন্যই মরিয়া হয়ে ঝাঁপাবেন বলে আগেভাগেই অঙ্গীকার করেছেন আমন। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -