Paris Olympics: ফেভারিট নীরজ, চমক হতে পারেন মানু-সাত্ত্বিক-চিরাগরা, অলিম্পিক্সে ভারতের বাজি কারা?
টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক্সে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন। এবারও ভারতের সেরা পদক সম্ভাবনা নীরজই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগেই ইতিহাসে নাম তুলেছেন পি ভি সিন্ধু। ভারতের একমাত্র শাটলার হিসাবে তাঁর ঝুলিতে রয়েছে অলিম্পিক্সে জোড়া পদক। এবার সেরা ছন্দে নেই। তবে রয়েছেন সহজ গ্রুপে। ফের পদক জিততে পারেন সিন্ধু।
চেহারার জৌলুসে হার মানাতে পারেন অভিনেত্রীদের। দেশের অন্যতম সেরা শ্যুটার মনু ভাকের অলিম্পিক্সে পদক জয়ের ব্যাপারেও অন্যতম সেরা সম্ভাবনা। ২২ বছরের ভারতীয় শ্যুটার তিনটি ইভেন্টে অংশ নেবেন প্যারিসে। জিতবেন কি কোনও পদক?
কুস্তিগীরদের আন্দোলনে সামনের সারিতে ছিলেন বিনেশ ফোগত। গত দুবার অলিম্পিক্সে কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ছিটকে গিয়েছেন। প্যারিসে মহিলাদের ৫০ কেজি বিভাগে পদক জয়ের দৌড়ে রয়েছেন ভারতের মহিলা পালোয়ান।
বজরঙ্গ পুনিয়ার পর তাঁকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে প্রতিশ্রুতিমান কুস্তিগীর। ২০ বছরের আমন শেরাওয়াত ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর হিসাবে প্যারিসে নামছেন। প্যারিস থেকে পদক আনতে পারবেন?
২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জ়ারিন। ৫০ কেজি বিভাগে নামবেন প্যারিস অলিম্পিক্সে। প্রথমবার নামছেন অলিম্পিক্সে। নিখাত জারিন কি দেশকে গর্বের মুহূর্ত উপহার দেবেন?
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা বরগোহাঁই। এবারও পদকের অন্যতম দাবিদার ভারতীয় বক্সার।
টোকিও অলিম্পিক্সে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন সাইখম মীরাবাঈ চানু। ঊরুর চোট রয়েছে। মণিপুরের ভারোত্তোলক এবারও পদক জয়ের অন্যতম দাবিদার।
৪১ বছরের পদক খরা কাটিয়ে টোকিওতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এবারও হকি দলকে নিয়ে স্বপ্ন দেখছে গোটা দেশ।
ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের সেরা পদক সম্ভাবনা সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি। কিছুদিন আগে পর্যন্ত ছিলেন বিশ্বের সেরা ডাবলস জুটি। এবার কি তাঁরা ব্যাডমিন্টনে পদক আনবেন? অপেক্ষায় গোটা দেশ। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -