Novak Djokovic: রেকর্ড সংখ্যক গ্র্য়ান্ড স্ল্যামের মালিকের নেই অলিম্পিক্স সোনা! রবিবার অগ্নিপরীক্ষা জোকারের
টেনিস বিশ্বে সর্বকালের অন্যতম সেরা তিনি। ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। তবে শুনতে বিস্ময়কর লাগলেও, প্রথমবার অলিম্পিক্সে পুরুষ সিঙ্গলসের ফাইনালে খেলতে নামছেন সার্বিয়ার মহাতারকা নোভাক জকোভিচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোনা আর জকোভিচের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এমন একজন, যাঁকে বিশ্ব টেনিসের নতুন নায়ক বলা হচ্ছে। স্পেনের কার্লোস আলকারাজ়।
সেমিফাইনালে লোরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ফাইনালে উঠে জোকার জানিয়েছেন, ফাইনালে তাঁর কিছুই হারানোর নেই। নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা?
যদিও চূড়ান্ত পেশাদার জকোভিচ অলিম্পিক্স ফাইনালে যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। তাকে একজন প্রশ্ন করেছিলেন, প্যারিস থেকে রুপো জিতে ফিরলে তিনি কি খুশি হবেন? জকোভিচের স্বতঃস্ফূর্ত জবাব, ‘পরের প্রশ্ন করুন।’
রবিবার রোলঁ গ্যারোজ়ে ৩৭ বছরের জোকারের সামনে স্পেনের তরুণ আলাকারজ়। যিনি রাফায়েল নাদালকে নিজের আদর্শ মনে করেন।
এবারের অলিম্পিক্সে নাদালকে স্ট্রেট সেটে হারিয়েছেন জকোভিচ। এর আগে চারবার অলিম্পিক্সে নেমেও ব্রোঞ্জ পদকের বেশি এগোতে পারেননি জোকার।
অলিম্পিক্সে পুরষদের সিঙ্গলসে তিনটি সেমিফাইনালে তিনি হারেন নাদাল, অ্যান্ডি মারে ও আলেকজান্ডার জেরেভের কাছে।
গত মাসে উইম্বলডন ফাইনালে ২১ বছর বয়সী আলকারাজ় জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। জকোভিচ ভালই জানেন যে, এবারের অলিম্পিক্সেই হয়তো তাঁর অধরা সোনা জেতার শেষ সুযোগ।
জকোভিচ যদিও নিজের ওপর থেকে চাপ সরাতে চেয়েছেন। বলেছেন, ‘আলকারাজ় একটাও সেট না খুইয়ে ফাইনালে উঠেছে। আমিও সেভাবেই উঠেছি। তবে ও যেভাবে খেলছে, তাতে ফেভারিট হিসাবেই নামবে।’
১৯৮৮ সালে অলিম্পিক্সে টেনিস ফেরার পর থেকে সবচেয়ে বেশি বয়সে পুরুষ সিঙ্গলসের ফাইনালে খেলার নজির গড়তে চলেছেন জকোভিচ। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -