Olympics: রেপেশঁর মাধ্যমেই অলিম্পিক্সে চার চারটি পদক জিতেছে ভারত, কী এই নিয়ম? এর কার্যকারিতাই বা কী?
বিগত দেড় দশকে রেপেশঁ শব্দটা ক্রীড়াজগতের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে। ২০০৮ সালের অলিম্পিক্স থেকে কুস্তির দুই বিভাগের ক্ষেত্রেই এটি ব্যবহৃত হয়ে আসছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফরাসি শব্দ রেপেচার থেকে শব্দটি সংগৃহীত যার অর্থ হল দ্বিতীয় সুযোগ বা জীবনদান। এই রেপেশঁর মাধ্যমে যে সব তারকারা অল্পের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন বা ভীষণ কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন, তাঁরা দ্বিতীয় সুযোগ পান। রেসলিং, জুডো, সেইলিং, অ্যাথলেটিক্সের মতো বিভিন্ন অলিম্পিক্স খেলায় এটি ব্যবহৃত হয়।
সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া, চার চারজন ভারতীয় এই রেপেশঁর মাধ্যমেই জীবনদান পেয়ে ভারতকে অলিম্পিক্সে পদক এনে দিয়েছিলেন। কী এই নিয়ম? কেমনভাবেই বা তা কার্যকর হয়?
ধরা যাক প্রতিযোগী অ এবং আ অলিম্পিক্সের ফাইনালে পৌঁছেছেন।
অ নিজের ম্যাচগুলিতে প্রথম রাউন্ডে ক, দ্বিতীয় রাউন্ডে খ, কোয়ার্টার ফাইনালে গ ও সেমিফাইনালে ঘ-কে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে। সেক্ষেত্রে রেপেশাঁর প্রথম রাউন্ডে ক এবং খ একে অপরের মুখোমুখি হবেন। এই ম্যাচে জয়ী দ্বিতীয় রাউন্ডে গ-এর মুখোমুখি হবেন এবং সেই ম্যাচের জয়ী ব্রোঞ্জ পদকের ম্যাচের জন্য ঘ-এর বিরুদ্ধে নামবেন।
একই বিষয় আ-এর ক্ষেত্রেও কিন্তু কার্যকর হবে। মনে রাখতে হবে কুস্তিতে কিন্তু অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ দেওয়া হয়।
তবে এই নিয়মের জন্য প্রয়োজন একটাই শর্ত। প্রতিযোগিতার প্রতিটি বিভাগেই সাত বা ততোধিক প্রতিযোগী থাকতে হবে। অলিম্পিক্সের প্রতি ওজন বিভাগেই যেহেতু ১৬জন প্রতিযোগী থাকে, তাই প্রতি বিভাগেই এই নিয়মটি কার্যকর হয়।
তাইকয়ান্ডোর ক্ষেত্রেও নিয়মটা কিন্তু একইরকম। তবে অলিম্পিক্সের জুডোয় এর এক ছোট প্রকারভেদ ব্যবহৃত হয়।
এবারের অলিম্পিক্স থেকে কিন্তু ২০০ মিটার থেকে ১৫০০ মিটারের অ্যাথলেটিক্সেও রেপেশঁ ব্যবহৃত হবে। তবে ১০০ মিটারে রাউন্ড ১-র আগে প্রিলিমিনারি হিট থাকায় এটি ব্যবহৃত হবে না। ছবি-পিটিআই/গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -