PV Sindhu in Tokyo Olympics: নয়াদিল্লির বিমানবন্দরে ব্রোঞ্জজয়ীকে ঘিরে উৎসব, বাবা-মাকে দেখে উচ্ছ্বসিত সিন্ধু
টোকিও অলিম্পিক্সে কীর্তি গড়ে মঙ্গলবার বিকেলে দেশে ফিরলেন পি ভি সিন্ধু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অলিম্পিক্সের পদকজয়ী ঘিরে ছিল উৎসবের আবহ।
ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছেন সিন্ধু।
বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হল।
সিন্ধু বললেন, 'প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁদের সকলকে ধন্যবাদ।'
দীর্ঘদিন পর বাবা-মায়ের সঙ্গে দেখা হল। সিন্ধু বলছেন, 'ভীষণ খুশি আমি।'
রিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন। টোকিওয় পেলেন ব্রোঞ্জ।
চিনা প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়ে দেশকে গৌরব এনে দিয়েছেন সিন্ধু।
পদক জয়ের পর তিনি বলেছিলেন, 'এটা একেবারেই সহজ নয়। প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে এবং সেইসঙ্গে বেড়েছে প্রত্যাশাও।'
সিন্ধু জানিয়েছেন, এই সাফল্যের জন্য গত পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। অতিমারীর কারণে অনুশীলন করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে। কিন্তু এই কঠিন সময়ে ভারত সরকার ও ব্যাডমিন্টন কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -