Indian Athletes Felicitation Ceremony: অলিম্পিক্সে পদকজয়ীদের সংবর্ধনা দিলেন অনুরাগ ঠাকুর, কিরেন রিজিজু
দেশে ফিরেছেন অলিম্পিক্সে ভারতের পদকজয়ী অ্যাথলিটরা। তাঁদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
দেশের হয়ে সোনাজয়ী নীরজ চোপড়াকে সংবর্ধনা দেওযা হল। উত্তরীয় পরিয়ে তাঁকে সংবর্ধিত করলেন অনুরাগ ঠাকুর।
হকিতে ভারতের পুরুষ দল ব্রোঞ্জ জিতেছে। জার্মানিকে হারিয়ে দিয়েছিল তাঁরা সেমিতে।
মঞ্চে বক্তব্য রাখলেন অনুরাগ ঠাকুর। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ প্রামানিকও।
হকিতে জাতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিংহকে সংবর্ধিত করা হল।
অনুরাগ ঠাকুর ও কিরেন রিজিজুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন নীরজ চোপড়া।
বক্সিংয়ে পদকজয়ী লভলিনা বড়গোহাঁই, রবি কুমার ও বজরং পুনিয়াও ছিলেন এই অনুষ্ঠানে। তাঁকেও সংবর্ধনা দেওয়া হল।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানালেন, পরের বার অলিম্পিক্সে আরও বেশি পদক জিতবেন ভারতীয় অ্যাথলিটরা। (সব ছবি সৌজন্য সাইয়ের ট্য়ুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -