Tokyo Olympics Winners: দেশে ফিরলেন অলিম্পিক্সে পদকজয়ীরা, বিমানবন্দরে রাজকীয় সম্বর্ধনা
দেশে ফিরলেন অলিম্পিক্সের পদকজয়ীরা। বিমানবন্দর থেকে অশোক হোটেল-রাজকীয় সম্বর্ধনা। সোনার মেডেল বাবা-মায়ের গলায় পরিয়ে দিলেন নীরজ চোপড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর সন্দীপ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খেলোয়াড়দের স্বাগত জানালেন বিমানবন্দরে। এই প্রতিনিধিদলে ছিলেন ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান আদিল সুমারিওয়ালাও। বিমানবন্দরে ঢাক-ঢোল বাজিয়ে সম্বর্ধনা দেওয়া হল নীরজ চোপড়া, বজরং পুনিয়াদের। পদকজয়ীদের এক ঝলক দেখতে ভিড় উপচে পড়ে দিল্লি বিমানবন্দরের বাইরে।
ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিকে সোনার পদক জয় করে ইতিহাস গড়েছেন নীরজ।
দিল্লি বিমানবন্দরে অনুরাগীরে বজরং পুনিয়াকে কাঁধে তুলে নেন। তিনি হাত নাড়িয়ে তাঁদের অভিবাদন স্বীকার করেন। অলিম্পিক্সে চোট পেয়েও ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।
দীপেন্দ্র সিংহ হুডার সঙ্গে বজরং পুনিয়া।
বিমানবন্দরে কুস্তিগীর রবি দাহিয়া। তিনি এবার রুপোর পদক জিতেছেন।
এবার অলিম্পিক্সে দেশের মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ পারফরম্যান্স করেছেন। বক্সার লভলিনা বর্গোঁহাই তাঁদের মধ্যে একজন। তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন
কুস্তিগীর দীপক পুনিয়াকেও বিপুল অভ্যর্থনায় দেশে স্বাগত জানানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -