Vinesh Phogat: চুর্মা,হালুয়া খাইয়ে স্বাগত জানাতে তৈরি মা, দেশে ফিরে জনগণের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন বিনেশ ফোগত
রিস অলিম্পিক্সে লড়াই করেই কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন বিনেশ ফোগত । দেশের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছিলেন। প্রথম ভারতীয় কুস্তিগীর হিসাবে সোনা জয়ের সুযোগও ছিল তাঁর সামনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ফাইনাল ম্যাচের দিন ওজনসীমা লঙ্ঘন করায় তাঁকে বাতিল করা হয়। কোর্ট অফ আরব্রিটেশন ফর স্পোর্টসেও তাঁর যুগ্মভাবে রুপো জয়ের দাবি খারিজ করা হয়।
দীর্ঘ লড়াই, হতাশার পর আজ অবশেষে দেশে ফিরলেন বিনেশ। তাঁকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় দিল্লি বিমানবন্দরে।
বিনেশকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াও। রাজধানীতে বিনেশকে স্বাগত জানানোর উদ্দেশ্যে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা দীপেন্দর সিংহ হুডাও।
দেশে ফিরে দেশবাসীর ভালবাসায় আপ্লুত এবং আবেগঘন বিনেশ। সকলের ভালবাসা পেয়ে তিনি কেঁদে ফেলেন। বিনেশ বলেন, 'আমার দেশবাসী আমায় যে ভালবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।'
বিনেশ ইন্দিরা গাঁধী বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে ফুল, মালা দিয়ে স্বাগত জানানো হয়। রোড শোও করেন ২৯ বছর বয়সি তারকা কুস্তিগীর।
তাঁর মা প্রেমলতা তো জানিয়েই দেন স্বর্ণপদকজয়ীদের থেকেও বিনেশকে বেশি সম্মান দিয়েছে দেশবাসী। তিনি বলেন, 'আমাদের গ্রাম এবং আশপাশ থেকে সকলেই ওকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছে। আমরা ওকে সম্মান জানাব। আমার জন্য ও তো চ্যাম্পিয়নই।'
অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক আশাবাদী বিনেশকে এভাবেই সম্মান জানানো হবে। তিনি বলেন, 'বিনেশ গোটা দেশ এবং দেশের মহিলাদের জন্য যা করছে, তা বাহবা পাওয়ার যোগ্য। আশা করছি ওকে সকলে এভাবেই সম্মান জানিয়ে যাবেন। আমাদের জন্য ও একজন অলিম্পিক্স চ্যাম্পিয়ন।'
বজরং পুনিয়া বলেন, 'দেশবাসী ওকে ভালোবাসা দিচ্ছে, যেভাবে ওকে স্বাগত জানানো হয়েছে তা প্রশংসনীয়। মাটি থেকে পোডিয়াম পর্যন্ত বিনেশের যাত্রাটা সকলেই দেখেছেন।'
বিনেশের গ্রাম চাকরি দাদ্রিতেও মিষ্টি বিতরণ করে, ফুল দিয়ে তাঁকে স্বাগত জানানোর পূর্ণ পরিকল্পনা রয়েছে। বিনেশ ঘরে ফিরলে তাঁকে জন্য চুর্মা, হালুয়া, চাটনি, দই খাওয়াবেন বলে জানিয়েছেন বিনেশের মা। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -