Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Diego Maradona Birthday: 'ফুটবলের রাজপুত্র'-র ৬২তম জন্মদিনে ফিরে দেখা তাঁর বর্ণময় কেরিয়ার
প্রায় দুই দশকের কিংবদন্তি কেরিয়ারে দিয়েগো মারাদোনা ক্লাব ও দেশের হয়ে ৮৫৯টি ম্যাচে মোট ৩০৬টি গোল করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর্জেন্তিনার হয়ে চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। তার মধ্যে ১৯৮৬ সালে দেশকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপও জেতান তিনি।
১৯৮৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া গোল্ডেন বল এবং দ্বিতীয় সর্বাধিক গোল করায় রুপোর বুটও জেতেন তিনি।
এই বিশ্বকাপেই ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর করা গোলটি গত শতাব্দীর সেরা নির্বাচিত হয়।
ক্লাব কেরিয়ারে নাপোলির জার্সিতে চিরস্মরণীয় হয়ে আছেন মারাদোনা। ৭ বছর ইতালির ক্লাবে খেলে সিরি এ-র পাশাপাশি ইউরোপা লিগও জিতেছেন তিনি।
নাপোলির স্টেডিয়ামটি তাঁরই নামে নামাঙ্কিত করা হয়্ছে। এমনকী তাঁর ৬২ বছরের জন্মদিনের পূর্বেই নাপোলি ক্লাবের তরফে তাঁর এক সুন্দর মূর্তিও উন্মোচন করা হয়।
নাপোলি ছাড়াও ইউরোপে বার্সেলোনার হয়ে খেলেছেন মারাদোনা। লিগ, লিগ কাপ ও সুপার কাপ, বার্সার হয়ে তিনটি ভিন্ন ট্রফি জিতেছেন তিনি।
চার বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন মারাদোনা। দুইবার ফিফার অল-স্টার দলেও জায়াগা পেয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -