Paralympics 2024: প্যারালিম্পিক্সের মঞ্চে কোন ইভেন্টে সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত?

Paris Paralympics 2024: প্যারালিম্পিক্সের মঞ্চ থেকে এখনও পর্যন্ত মোট ৩১টি পদক জিতেছে ভারত। তার মধ্যে ৯টি সোনা জিতেছে তারা। ১২টি রুপো ও ১০টি ব্রোঞ্জ জিতেছে।

দেবেন্দ্র ঝাঝারিয়া (ছবি এএনআই)

1/9
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে প্যারিস প্যারালিম্পিক্স। ইতিমধ্যেই ভারতের অ্যাথলিটরা প্যারিস পা রাখা শুরু করে দিয়েছেন।
2/9
প্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৩১টি পদক জিতেছে ভারত। তার মধ্যে সর্বাধিক ১৮টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। সুমিত আন্টিল টোকিওতে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন।
3/9
২০১৬ রিও প্যারালিম্পিক্সে শট পুট F53 ইভেন্টে রুপো জিতেছিলেন দীপা মালিক।
4/9
২০২০ টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে রুপো জিতেছিলেন যোগেশ কাথুয়ানিয়া।
5/9
২০০৪ এথেন্স, ২০১৬ রিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন। ২০২০ টোকিও প্যারালিম্পিক্স দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভলিন থ্রাে-তে রুপো জিতেছিলেন।
6/9
২০২০ টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের হাইজাম্প T47 ইভেন্টে নিশাদ কুমার রুপো জিতেছিলেন।
7/9
পুরুষদের হাইজাম্প T63 ইভেন্টে শরদ কুমার ব্রোঞ্জ জিতেছিলেন টোকিও প্যারালিম্পিক্স থেকে।
8/9
পুরুষদের হাইজাম্প T64 ইভেন্টে রুপো জিতেছিলেন প্রবীন কুমার।
9/9
সুন্দর সিংহ গুর্জরও জ্যাভলিনে ব্রোঞ্জ জিতেছিলেন টোকিওতে। এছাড়াও ভীমরাও কেশরকর, যোগিন্দার সিংহ বেদি, গিরিশা নাগারাজেগোদা ও বরুণ সিংহ ভাটিরাও পদক জিতেছিলেন প্যারালিম্পিক্সের মঞ্চ থেকে।
Sponsored Links by Taboola