Paralympics 2024: প্যারালিম্পিক্সের মঞ্চে কোন ইভেন্টে সবচেয়ে বেশি পদক জিতেছে ভারত?
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে চলেছে প্যারিস প্যারালিম্পিক্স। ইতিমধ্যেই ভারতের অ্যাথলিটরা প্যারিস পা রাখা শুরু করে দিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্যারিস অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৩১টি পদক জিতেছে ভারত। তার মধ্যে সর্বাধিক ১৮টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। সুমিত আন্টিল টোকিওতে জ্যাভলিন থেকে সোনা জিতেছিলেন।
২০১৬ রিও প্যারালিম্পিক্সে শট পুট F53 ইভেন্টে রুপো জিতেছিলেন দীপা মালিক।
২০২০ টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের ডিসকাস থ্রো F56 ইভেন্টে রুপো জিতেছিলেন যোগেশ কাথুয়ানিয়া।
২০০৪ এথেন্স, ২০১৬ রিও প্যারালিম্পিক্সে সোনা জিতেছিলেন। ২০২০ টোকিও প্যারালিম্পিক্স দেবেন্দ্র ঝাঝারিয়া জ্যাভলিন থ্রাে-তে রুপো জিতেছিলেন।
২০২০ টোকিও প্যারালিম্পিক্সে পুরুষদের হাইজাম্প T47 ইভেন্টে নিশাদ কুমার রুপো জিতেছিলেন।
পুরুষদের হাইজাম্প T63 ইভেন্টে শরদ কুমার ব্রোঞ্জ জিতেছিলেন টোকিও প্যারালিম্পিক্স থেকে।
পুরুষদের হাইজাম্প T64 ইভেন্টে রুপো জিতেছিলেন প্রবীন কুমার।
সুন্দর সিংহ গুর্জরও জ্যাভলিনে ব্রোঞ্জ জিতেছিলেন টোকিওতে। এছাড়াও ভীমরাও কেশরকর, যোগিন্দার সিংহ বেদি, গিরিশা নাগারাজেগোদা ও বরুণ সিংহ ভাটিরাও পদক জিতেছিলেন প্যারালিম্পিক্সের মঞ্চ থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -