Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে নীরজ, সিন্ধু সহ পদকের দাবিদার ভারতের এই ১০ অ্যাথলিট
২০২২ এশিয়ান গেমসে ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমার চারটি পদক জিতেছেন। পুরুষদের ৫০ মিটার রাইফেল ইভেন্টে ২৩ বছরের এই শ্যুটার অলিম্পিক্সে ভারতের পদকের সম্ভাবনা উজ্জ্বল করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্তিম পাঙ্ঘাল প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন এই কুস্তিগীর কিশোরী।
বক্সিংয়ে ২ বারের বিশ্বচ্য়াম্পিয়ন নিখাত জারিন এখনও পর্যন্ত অলিম্পিক্সে কোনও পদক জেতেননি। তবে প্যারিস অলিম্পিক্সে পদক আসতে পারে।
শ্যুটিংয়ে অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক আসতে পারে মানু ভাকেরের হাত ধরে।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের দাবিদার ভারতের হকি দল।
টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের মহিলা বক্সার লভলিনা বড়গোঁহাই। প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে লভলিনার। বিশ্ব ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন লভলিনা।
রিও ও টোকিও পরপর দুবারের অলিম্পিক্সে পদক জিতেছেন পি ভি সিন্ধু। এবার প্যারিসও পদক এলে হ্যাটট্রিক হবে। ভারতের ব্যাডমিন্টন সুপারস্টার পি ভি সিন্ধুকে নিয়েই আশায় বুক বাঁধছেন ক্রীড়াপ্রেমীরা।
টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু। প্যারিস অলিম্পিক্সেও পদক জয়ের দাবিদার মীরাবাঈ।
প্যারিস অলিম্পিক্সে সবার নজর অবশ্যই থাকবে নীরজ চোপড়ার দিকে। টোকিও অলিম্পিক্সে ২৬ বছরের পানিপথের তরুণ জ্যাভলিনে সোনা জিতেছিলেন।
থমাস কাপ জিতেছিল চিরাগ-সাত্ত্বিক জুটি। ব্যাডমিন্টনে প্যারিস অলিম্পিক্সে পদক জয়ের অন্য়তম দাবিদার ভারতের এই তরুণ ব্যাডমিন্টন জুটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -