Paris Olympics: শেষ পাঁচ অলিম্পিক্সে কেমন এক নজরে ভারতের পারফরম্য়ান্স গ্রাফ
Olympics Update: লন্ডনে শ্যুটিংয়ে বিজয় কুমার রুপো ও গগন নারাং ব্রোঞ্জ জেতেন। সাইনা ব্যাডমিন্টনে ও মেরি কম বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। কুস্তিতে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত রুপো ও ব্রোঞ্জ জেতেন।
পিভি সিন্ধু রিওতে রুপো জেতেন
1/8
প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে গিয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে দেখা গিয়েছে পিভি সিন্ধু ও শরথ কমলকে।
2/8
এবার ভারতের মোট ১১৭ জন অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। তার মধ্যে শনিবারই অনেকগুলো বিভাগেই ভারতের অ্যাথলিটরা নেমেছেন। এক নজরে গত পাঁচটি অলিম্পিক্সে কেমন ছিল ভারতের পারফরম্য়ান্স।
3/8
টোকিও অলিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় নায়ক নীরজ চোপড়া। তিনি সোনা জিতেছিলেন জ্যাভলিনে। ভারতীয় হকি ব্রোঞ্জ জেতে। মীরাবাঈ চানু, রবি দাহিয়া রুপো জেতেন। ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু, লভলিনা, বজরিং পুনিয়া।
4/8
রিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছিল ২ টো পদক। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন। সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন।
5/8
লন্ডন অলিম্পিক্সে ৬টি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে বিজয় কুমার রুপো ও গগন নারাং ব্রোঞ্জ জেতেন। সাইনা ব্যাডমিন্টনে ও মেরি কম বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। কুস্তিতে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত রুপো ও ব্রোঞ্জ জেতেন।
6/8
২০০৮ বেজিং অলিম্পিক্সে ভারত তিনটি পদক জিতেছিল। তার মধ্যে অভিনব বিন্দ্রা শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন। সুশীল কুমার ব্রোঞ্জ ও বিজেন্দর সিংহ ব্রোঞ্জ জেতেন।
7/8
২০০৪ এথেন্স মাত্র একটি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে পদক জিতেছিলেন রাজবর্ধন সিংহ রাঠোর।
8/8
এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে অনেকেই প্রথমবার অলিম্পিক্সের আসরে নামছেন। পদক জয়ের সংখ্যা তাই আরও বাড়তে পারে।
Published at : 27 Jul 2024 10:37 PM (IST)