Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics: শেষ পাঁচ অলিম্পিক্সে কেমন এক নজরে ভারতের পারফরম্য়ান্স গ্রাফ
প্যারিস অলিম্পিক্স শুরু হয়ে গিয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক হিসেবে দেখা গিয়েছে পিভি সিন্ধু ও শরথ কমলকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ভারতের মোট ১১৭ জন অ্যাথলিট অলিম্পিক্সে অংশ নিতে চলেছেন। তার মধ্যে শনিবারই অনেকগুলো বিভাগেই ভারতের অ্যাথলিটরা নেমেছেন। এক নজরে গত পাঁচটি অলিম্পিক্সে কেমন ছিল ভারতের পারফরম্য়ান্স।
টোকিও অলিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় নায়ক নীরজ চোপড়া। তিনি সোনা জিতেছিলেন জ্যাভলিনে। ভারতীয় হকি ব্রোঞ্জ জেতে। মীরাবাঈ চানু, রবি দাহিয়া রুপো জেতেন। ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু, লভলিনা, বজরিং পুনিয়া।
রিও অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এসেছিল ২ টো পদক। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে রুপো জিতেছিলেন। সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন।
লন্ডন অলিম্পিক্সে ৬টি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে বিজয় কুমার রুপো ও গগন নারাং ব্রোঞ্জ জেতেন। সাইনা ব্যাডমিন্টনে ও মেরি কম বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। কুস্তিতে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত রুপো ও ব্রোঞ্জ জেতেন।
২০০৮ বেজিং অলিম্পিক্সে ভারত তিনটি পদক জিতেছিল। তার মধ্যে অভিনব বিন্দ্রা শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন। সুশীল কুমার ব্রোঞ্জ ও বিজেন্দর সিংহ ব্রোঞ্জ জেতেন।
২০০৪ এথেন্স মাত্র একটি পদক জিতেছিল ভারত। শ্যুটিংয়ে পদক জিতেছিলেন রাজবর্ধন সিংহ রাঠোর।
এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে অনেকেই প্রথমবার অলিম্পিক্সের আসরে নামছেন। পদক জয়ের সংখ্যা তাই আরও বাড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -