Paris Olympics 2024: এটাই হল 'গ্রেটেস্ট শো অন দ্য আর্থ', জানেন কি অলিম্পিক্সের মঞ্চে প্রথম সবকিছু সম্পর্কে?
আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। এই টুর্নামেন্টের ইতিহাসে অনেক কিছুই প্রতিবার নতুন নতুন হয়েছে। জানেন কি সে সম্পর্কে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯০০ সালে প্যারিস অলিম্পিক্স হয়েছিল। সেখানেই প্রথমবার মহিলা ক্রীড়াবিদরা খেলার সুযোগ পেয়েছিলেন। চার্লট কুপার প্রথম মহিলা অ্যাথলিট যিনি অলিম্পিক্সে খেলতে নেমেছিলেন।
অলিম্পিক্সে প্রথম টিম স্পোর্টস হিসেবে যুক্ত হয় ফুটবল। ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সেই এই খেলার অন্তর্ভূক্ত হয়।
পাঁচটি ইন্টারলকিং রিং এই সিম্বলটি প্রথমবার উন্মোচিত হয়েছিল ১৯২০ সালে। পিয়ের ডি কুবোর্তিন এই ডিজাইনটি করেছিলেন।
১৯০৪ সালে সেন্ট লুইস অলিম্পিক্সে প্রথমবার সোনা, রুপো ও ব্রোঞ্জের পদক দেওয়া শুরু হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য।
১৯২৮ আমস্টারডাম অলিম্পিক্সে প্রথমবার মশাল প্রজ্বলিত হয়। অলিম্পিক্স মশালের পথ চলা শুরু।
১৯৩২ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে প্রথম বার ফটো ফিনিশ টেকনোলজি ব্য়বহার করা হয়।
১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক্স প্রথমবার টিভিতে দেখতে পাওয়া যায়। ব্রডকাস্টিং হয় প্রথমবার।
১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক্সে প্রথমবার আন্তর্জাতিক টেলিভিশন স্বত্ত্ব পায়। এরফলে আয়োজক দেশের বাইরের মানুষও খেলাগুলো দেখতে পান।
২০২০ টোকিও অলিম্পিক্স আয়োজিত হয়েছিল ২০২১ সালে। কোভিডের জন্য প্রথমবার এই অলিম্পিক্সের আসর পিছিয়ে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -